দেশ প্রতিক্ষণ, ঢাকা: ব্যবসায়িক দুরবস্থায় বছরান্তে মুনাফা ও ডিভিডেন্ড ধারবাহিক কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিক। তবে এবার ঘটছে ভিন্ন চিত্র। কোম্পানিটি লোকসানকে মুনাফা দেখিয়ে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করছে। আর এমন প্রতারণার নেপথ্যে রয়েছে মুন্ন গ্রুপের একটি চক্র। এরা মাঝে মধ্যে শেয়ারটি নিয়ে কারসাজি করছে। এজন্য কৃত্রিম আর্থিক হিসাব বানানো হয়। যা সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরেও বানানো হয়েছে। তারা লোকসানকে মুনাফা হিসেবে দেখিয়েছে।
মুন্নু সিরামিক কর্তৃপক্ষ ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৩৯ টাকা মোট ১ কোটি ৪৭ লাখ টাকার নিট মুনাফা দেখিয়েছে। তবে কোম্পানি কর্তৃপক্ষ ওই অর্থবছরে ভ্যাট, আয়কর ও পাওনা টাকার বিপরীতে সঞ্চিতিবাবদ ব্যয় না দেখিয়ে এই কৃত্রিম মুনাফা দেখিয়েছে। কৃত্রিম মুনাফা দেখানো এ কোম্পানিটির শেয়ার দর গত কয়েক দিন টানা বাড়ছে। এরমধ্যে ৭ জানুয়ারির ৬০.৬০ টাকার শেয়ারটি ২০ জানুয়ারি ৮১ টাকায় উঠে এসেছে। অর্থাৎ গত ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.৪০ টাকা বা ৩৪ শতাংশ।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আর্থিক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে ৩০ কোটি ২৭ লাখ টাকার পণ্য বিক্রি দেখানো হয়েছে। কিন্তু ভ্যাট রিটার্ন অনুযায়ি এ বিক্রির পরিমাণ ২৪ কোটি ৩৬ লাখ টাকা। এর অর্থ ভ্যাট রিটার্নের থেকে ৫ কোটি ৯১ লাখ টাকার বেশি পণ্য বিক্রি করা হয়েছে। ওই বিক্রির উপরে ভ্যাট আসে ৮৮ লাখ টাকা। যা ব্যয় হিসেবে দেখানো হয়নি। অর্থাৎ ৮৮ লাখ টাকার মুনাফা বেশি দেখানো হয়েছে।
এদিকে কোম্পানি কর্তৃপক্ষ নতুন আয়কর আইন অনুযায়ি ২০২৩-২৪ অর্থবছরে আয়কর গণনা করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া কোম্পানিটির উপর ২০২২-২৩ অর্থবছরের উপর রাজস্ব বোর্ড অতিরিক্ত ৪৫ লাখ টাকার আয়কর ধার্য করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। যা কোম্পানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-৮ অনুযায়ি ২০২৩-২৪ অর্থবছরের ইনকাম স্টেটমেন্টে ব্যয় হিসেবে দেখায়নি। এর মাধ্যমে তারা ওই অর্থবছরে সমপরিমাণ মুনাফা বেশি দেখিয়েছে। তারা ওই অতিরিক্ত আয়করকে সরাসরি রিটেইন আর্নিংসের সঙ্গে সমন্বয় করেছে।
মুন্নু সিরামিকে গ্রাহকদের কাছে ৩৬ মাসের বেশি সময় ধরে ১ কোটি ৯৯ লাখ টাকার পাওনা অর্থ পড়ে রয়েছে। কিন্তু এ নিয়ে কোন সঞ্চিতি গঠন করেনি কোম্পানি কর্তৃপক্ষ। অথচ ওই অর্থ আদায়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। এ কারনে সঞ্চিতি গঠন করা দরকার। যা না করে অতিরঞ্জিত মুনাফা দেখানো হয়েছে। https://deshprotikhon.com
monno ceramic industries ltd bangladesh ltd