চলতি ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের অধিকাংশ কোম্পানির ব্যবসা কমেছে।
চলতি ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের অধিকাংশ কোম্পানির ব্যবসা কমেছে। কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুসারে, তালিকাভুক্ত সিরামিক খাতের পাঁচটি কোম্পানির মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আলোচ্য সময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। আলোচ্য সময়ে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড ও ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে।
চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ খাতের বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস বাংলাদেশের বিক্রি হয়েছে ১৩৪ কোটি ৪৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭৮ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ এ প্রান্তিকের ব্যবধানে কোম্পানির বিক্রি কমেছে ৪৪ কোটি ২৮ লাখ টাকা বা ২৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১৪ কোটি ৭৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা হয়েছিল ১২ কোটি ৩৫ লাখ টাকা।
মুন্নু সিরামিকের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিক্রি বাবদ আয় হয়েছে ৬ কোটি ৫১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ১১ কোটি ৯৩ লাখ টাকা বা ৬৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৮১ লাখ টাকা।
শাইনপুকুর সিরামিকসের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিক্রি বাবদ আয় হয়েছে ৪৪ কোটি ২৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসাবে প্রান্তিকের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৩ কোটি ৭২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৫ কোটি ৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা হয়েছিল ১০ লাখ টাকা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের বিক্রি হয়েছে ২৩ কোটি ১২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩ কোটি ৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৫৬ লাখ টাকা। bonikbarta.com
ceramic industry bangladesh bd