March 16, 2025 6:05 pm
Home Featured স্কয়ার ফার্মার ১৫ লাখ শেয়ার কিনেছেন অঞ্জন চৌধুরী

স্কয়ার ফার্মার ১৫ লাখ শেয়ার কিনেছেন অঞ্জন চৌধুরী

by fstcap

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক অঞ্জন চৌধুরী বাজারমূল্যে কোম্পানির ১৫ লাখ শেয়ার কিনেছেন। গত ১৮ ফেব্রুয়ারি তিনি এই শেয়ার কেনার ঘোষণা দেন। এরপর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় জানানো হয়েছে, এই ১৫ লাখ শেয়ার কেনা সম্পন্ন হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি এই ঘোষণা দেওয়ার পর শেয়ারবাজারে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২১৫ টাকা। সেই হিসাবে ১৫ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা। ৩০ কার্যদিবসের মধ্যে তাঁর এই শেয়ার কেনার কথা। ঠিক কত দামে এই শেয়ার তিনি কিনেছেন, তা জানা যায়নি।

স্কয়ার ফার্মা দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি। প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ও তাঁর কয়েকজন বন্ধু মিলে কোম্পানিটি গড়ে তোলেন। বর্তমানে কোম্পানিটি পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন স্যামসন এইচ চৌধুরীর চার ছেলে-মেয়ে।

সর্বশেষ গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৬৬০ কোটি টাকা মুনাফা করেছে। তার আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৩৫ কোটি টাকা বা ২৬ শতাংশ। গত অক্টোবর-ডিসেম্বরে কোম্পানিটির আয় বা ব্যবসায় প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় কোম্পানিটি ১ হাজার ৯৯৭ কোটি টাকার ব্যবসা করেছে। ২০২৩ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৭৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ২২৩ কোটি টাকার।

 

অতীতেও দেখা গেছে, যখনই বাজারে কোম্পানিটির শেয়ারের দাম কমে যায়, তখনই বাজার থেকে কোম্পানিটির শেয়ার কেনার উদ্যোগ নেন পরিচালকেরা। এবারও একই উদ্দেশ্যে এক পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন বলে কোম্পানি সূত্রে জানা যায়।

আগের প্রান্তিকে ভালো মুনাফা করলেও স্কয়ার ফার্মার শেয়ারের দাম তেমন একটা বাড়ছে না। এমনকি আজ এই শেয়ার কেনার ঘোষণা আসার পরও শেয়ারের দাম বাড়েনি। গত এক মাসে এই কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২১৪ টাকা এবং সর্বোচ্চ দাম ছিল ২১৭ টাকা। এ অবস্থায় কোম্পানিটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কিনলেন পরিচালক অঞ্জন চৌধুরী।    prothomalo.com

square pharmaceuticals Bangladesh 

You may also like