Home Featured ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক জাকেরিন বখত

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক জাকেরিন বখত

by fstcap

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জেড এন কনসালট্যান্টসের প্রধান পরামর্শক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জাকেরিন বখত নাসির।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ১৩ ফেব্রুয়ারি ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে তার নিয়োগ অনুমোদন দেন।

বিজ্ঞাপন

সৈয়দা জাকেরিন বখত নাসির ৩২ বছরেরও অধিক সময় মানবসম্পদ বিষয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তিনি দুটি আন্তর্জাতিক সংস্থা আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড এবং সিমেন্স বাংলাদেশ লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার রয়েছে মানবসম্পদ কার্যাবলীর সকল দিক, বিশেষ করে প্রতিষ্ঠানের সাংগঠনিক ও প্রক্রিয়াগত উন্নয়নে বিশেষ দক্ষতা। কৌশলগত চিন্তাভাবনা, পরিবর্তন ব্যবস্থাপনা, আইনি সম্মতি, নেতৃত্ব উন্নয়ন, প্রক্রিয়া উন্নয়ন, মানবসম্পদ দক্ষতা, প্রতিভা ব্যবস্থাপনা এবং সাংগঠনিক উন্নয়নে তার দক্ষতা রয়েছে। তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএইচআরএম) প্রতিষ্ঠাতা সহ-সভাপতি।

তিনি বর্তমানে জেড এন কনসালটেন্টের প্রধান পরামর্শক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি সাংগঠনিক রূপান্তর, প্রতিভা ব্যবস্থাপনা এবং ক্ষতিপূরণ ও সুবিধা ডিজাইনসহ বিভিন্ন মানবসম্পদ সমাধান প্রদান করে। এর পূর্বে তিনি স্বাধীন এইচআর কনসালটেন্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআর সহায়তা ও সাংগঠনিক উন্নয়ন, প্রতিভা অর্জন ও ধরে রাখা এবং ক্ষতিপূরণ কৌশলগুলোতে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এবং ব্যাংকিং-এ বি.কম (অনার্স) এবং ফিন্যান্স-এ এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য। 

তিনি ১৯৯৩ সালে পাকিস্তানে সিমেন্সের একটি সিস্টার কনসার্নে মানবসম্পদ বিভাগে কার্যকরী অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়া তিনি জার্মানির সিমেন্সের প্রধান কার্যালয়ের এইচআর বিভাগের সঙ্গে সংযুক্ত ছিলেন। তিনি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া এবং হংকংয়ে অনুষ্ঠিত একাধিক কর্মশালার অংশ নেন।

পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ৩২ বছরেরও অধিক সময় ধরে প্রাতিষ্ঠানিক মানবসম্পদ উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব সৈয়দা জাকেরিন বখত নাসির পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেলো ডিএসই’র পরিচালনা পর্ষদ।

ডিএসই’র পরিচালনা পর্ষদের সব সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমুখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এ পরিচালনা পর্ষদ সবাইকে সঙ্গে নিয়ে শেয়ারবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে।

স্বতন্ত্র পরিচালক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন গত ৪ ডিসেম্বর ডিএসই’র পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন। ড. নাহিদ হোসেন পদত্যাগের ফলে শূন্য হওয়া একটি পরিচালক পদে সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ দেওয়া হয়।    

https://www.jagonews24.com/economy/news/1002447

DSE stock exchange

You may also like