Home Featured আগুনে পুড়ে যাওয়া দুই জাহাজ বিক্রি করে দেবে বিএসসি

আগুনে পুড়ে যাওয়া দুই জাহাজ বিক্রি করে দেবে বিএসসি

by fstcap

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) তাদের মালিকানায় থাকা দুটি জাহাজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। জাহাজ দুটি গত বছরের ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসসির পরিচালনা পর্ষদ।

সরকারি মালিকানাধীন শিপিং কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত। তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম মেনে বিএসসি তাদের দুটি জাহাজ বিক্রির এই সিদ্ধান্তের কথা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে। কোম্পানিটি জানায়, গতকাল মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদে বিশেষ (স্পেশাল) সভায় জাহাজ বিক্রির এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসসি সূত্রে জানা যায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসির তেলবাহী ট্যাংকার জাহাজ ‘এমটি বাংলার জ্যোতি’তে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন। এরপর ৫ অক্টোবর মধ্যরাতে কোম্পানিটির আরেকটি ট্যাংকার ‘এমটি বাংলার সৌরভ’–এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতেও এক নাবিক নিহত হন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই দুটি ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনা নিয়ে মানুষের মনেও নানা সন্দেহ দেখা দেয়। এ কারণে নৌপরিবহন মন্ত্রণালয়ের পরামর্শে এ বিষয়ে তদন্তের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিএসসির পক্ষ থেকে আজ বুধবার শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জানানো হয়েছে, গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের ৩২৩তম বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্নিকাণ্ডে দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর বিক্রির সিদ্ধান্ত হয় বিশেষ এ সভায়।

এদিকে শেয়ারবাজারের কোম্পানি হিসেবে বিএসসির জাহাজ বিক্রির সিদ্ধান্তটি একটি মূল্য সংবেদনশীল তথ্য। মূল্য সংবেদনশীল এ তথ্য প্রকাশের পর আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে। সকাল ১০টায় লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় এটির শেয়ারের দাম ৭০ পয়সা বা পৌনে ১ শতাংশ কমে দাঁড়ায় ৮৯ টাকায়। প্রথম এক ঘণ্টায় কোম্পানিটির ২ কোটি ২৮ লাখ টাকার সমমূল্যের আড়াই লাখের বেশি শেয়ারের হাতবদল হয়।  https://www.prothomalo.com

 

BSC Bangladesh Shipping  Corporation

You may also like