January 20, 2025 5:12 pm
Home Featured ১৯ জানুয়ারি থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে যুক্ত হবে ৮৭ কোম্পানি-DSE

১৯ জানুয়ারি থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে যুক্ত হবে ৮৭ কোম্পানি-DSE

by fstcap

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স সমন্বয় করা হয়েছে। সমন্বিত সূচকে নতুন করে ৮৭টি কোম্পানি যোগ হয়েছে। আর সূচক থেকে বাদ পড়েছে ১৪টি কোম্পানি। এছাড়া নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ এবং এসএমই সূচক ডিএসএমইএক্স সমন্বয় করা হয়েছে।

আগামী রবিবার (১৯ জানুয়ারি) থেকে এসব পরিবর্তন কার্যকর হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইএক্স সূচকে যোগ হওয়া কোম্পানিগুলো হলো এবি ব্যাংক পিএলসি, আমান কটন ফাইবারস লিমিটেড, এসিআই লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড, আমান ফিড লিমিটেড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ব্যাংক এশিয়া পিএলসি, বারাকা পাওয়ার লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি, এনভয় টেক্সটাইলস লিমিটেড, এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি, এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, গোল্ডেন সান লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, ইফাদ অটোস পিএলসি, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, কাট্টলি টেক্সটাইল লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, ম্যাকসনস স্পিনিং মিলস পিএলসি, মতিন স্পিনিং মিলস পিএলসি, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড, এমএল ডায়িং লিমিটেড, মুন্নু ফেব্রিকস লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, নিউ লাইন ক্লদিংস লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ফার্মা এইডস লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস পিএলসি, আরএকে সিরামিকস (বিডি) লিমিটেড, রিং শাইন টেক্সটাইলস লিমিটেড, রানার অটোমোবাইলস পিএলসি, সায়হাম কটন মিলস লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, এসবিএসি ব্যাংক পিএলসি, শাশা ডেনিমস লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোং লিমিটেড, স্কয়ার টেক্সটাইলস পিএলসি, এসএস স্টিল লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, সামিট পাওয়ার লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড, ইউনিয়ন ব্যাংক পিএলসি, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ও ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

ডিএসইএক্স সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো আরামিট সিমেন্ট লিমিটেড, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড।

এছাড়া ডিএসই৩০ সূচকে নতুন করে নয়টি কোম্পানি যোগ হয়েছে। এ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, পদ্মা অয়েল কোং লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি।

ডিএসই ৩০ সূচক থেকে বাদ পড়েছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, জেনেক্স ইনফোসিস পিএলসি, ইসলামী ব্যাংক বিডি পিএলসি, ওরিয়ন ফার্মা লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও সামিট পাওয়ার লিমিটেড।

ডিএসইএসএমই ইনডেক্সে যুক্ত হওয়া তিন কোম্পানি হলো এগ্রো অর্গানিকা পিএলসি, ক্রাফটসম্যান ও ওয়েব কোটস পিএলসি।

উল্লেখ্য ডিএসইর সূচক গণনা এবং সূচকে কোম্পানির অন্তর্ভুক্তি ও বাদ পড়ার বিষয়টি নির্ধারণ করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি ডাও জোনসের পদ্ধতি মেনে। ডিএস-৩০ সূচকে কোম্পানি অন্তর্ভুক্তির প্রাক্‌-যোগ্যতা হিসেবে এসঅ্যান্ডপি ডাও জোনসের পদ্ধতিতে বলা হয়েছে, তালিকাভুক্ত কোনো কোম্পানি বাজার মূলধন ৫০ কোটি টাকা হতে হবে। সেই সঙ্গে তিন মাসের দৈনিক গড় লেনদেন হতে হবে ৫০ লাখ টাকা। তবে এই সূচকে বিদ্যমান কোম্পানিগুলোর ক্ষেত্রে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে তিন মাসের দৈনিক গড় লেনদেন ৩০ লাখ টাকাকেও যোগ্যতার বিবেচনায় নেওয়া হয়। এই দুটি পদ্ধতির ভিত্তিতে এইবার মানহীন খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে।    https://dhakasharebazar.com

 

dse bsec

You may also like