28
শেয়ারবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউর উদ্যোক্তা ৫৮,৫৬০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা মি. তাবিথ এম. আউয়াল এবং মি. তাফসির এম. আউয়ালের কাছে ৬৮,৫৬০টি শেয়ার রয়েছে। এখান থেকে উদ্যোক্তারা ৫৮,৫৬০টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, প্রগতি লাইফ ইনস্যুরেন্সের পরিচালনায় মি. তাবিথ এম. আউয়াল এবং মি. তাফসির এম. আউয়াল কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সাধারণ পরিচালক।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন উদ্যোক্তারা। https://sharenews24.com
Kay&Que Dse