Home Featured বিএসইসি চেয়ারম্যান অবরুদ্ধ

বিএসইসি চেয়ারম্যান অবরুদ্ধ

by fstcap

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইস) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে সিকিউরিটিজ ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিনিয়োগকারীরা। এতে করে বিএসইসি ভবনের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছেন বিএসইসি চেয়ারম্যান।

বিএসইসি চেয়ারম্যান অবরুদ্ধ

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনের সামনে খন্দকার রাশেদ মাকসুদের পতদ্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে।

এতে বিএসইসি চেয়ারম্যান ভবনের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে। এদিকে বিনিয়োগকারীদের অবস্থানের কারণে বিএসইসি ভবনের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা সদস্যদের নিয়োগ করা হয়েছে।

বিনিযোগকারীদের এক দফা দাবিতে শ্যামলী-আগারগাঁও সড়ক আটকে দেন।

মূল সড়ক ছেড়েছেন বিনিয়োগকারীরা :পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিনিয়োগকারীরা মূল সড়ক থেকে পাশে অবস্থান নিয়েছে। বিনিয়োগকারীরা পুলিশ কর্মকর্তাদের কাছে তাদের দাবিগুলো তুলে ধরছেন। তবে বিনিয়োগকারীদের একদফা দাবি বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ। তারা বলছেন খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ না করা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

বৃষ্টির হানা: বিনিয়োগকারীদের এক দফা দাবিতে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে কিছু বিনিয়োগকারী ভিজে যাওয়া থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয় নিয়েছেন। তবে বেশিরভাগ বিনিয়োগকারী বৃষ্টিতে ভিজে তাদের দাবি আদায়ে সড়কে অবস্থান করছেন।

আবার সড়কে বিনিয়োগকারী : পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে বিনিয়োগকারীরা সড়ক ছেড়ে পাশে অবস্থান নিয়েছিল। তবে বৃষ্টি উপেক্ষা করে আবার সড়কে অবস্থান নিয়েছে বিনিয়োগকারীরা। তাদের একটাই দাবি খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ।

বিনিয়োগকারীরা বলেন, মার্কেট বর্তমানে যে পর্যায়ে নিয়েছে সে পর্যায় থেকে মার্কেটকে উত্তোলন করতে হবে। তারা বলেন, কোন কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হতো সেই কোম্পানি জেড ক্যাটাগরিতে চলে যেত। কিন্তু বর্তমান চেয়ারম্যান কিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নিয়ে মার্কেটকে ধ্বংস করে দিয়েছে। এখন আমাদের মূল দাবি এই অপদার্থ, অথর্ব, অজ্ঞানী ও বিবেকহীন এই মাকসুদের পদত্যাগ চাই। এই লোকটা কোন কথা যানে না, সে যেনতেনভাবে সিদ্ধান্ত নেয়। এই লোকটার ভুল সিদ্ধান্তের কারণে আমরা পথে বসে গেছি। তারা আরো বলেন, এই অপদার্থ মাকসুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাবো না।

এ সময় বিনিয়োগকারীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তারা বলেন, তুমি কে আমি কে? বিনিয়োগকারী, বিনিয়োগকারী, মাকসুদের দুই গালে জুতা মারো তালে তালেসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মতিঝিল থেকে হেঁটে শত শত বিনিয়োগকারী বিএসইসির উদ্দেশে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেন।

এদিন সকালে বৃষ্টি উপেক্ষা করে মতিঝিলে জড়ো হন বিনিয়োগকারীরা। বৃষ্টির কারণে পরিস্থিতি অনুকূলে না থাকায় লংমার্চ কর্মসূচির সময়সূচি কিছুটা পরিবর্তন আনা হয় বলে জানান বিনিয়োগকারীরা।

লংমার্চ কর্মসূচির আগে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা জানান, না বুঝেই বিএসইসি চেয়ারম্যান সিদ্ধান্তগুলো নিচ্ছে। যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ করা খুবই জরুরি।

bsec chairman

You may also like