March 15, 2025 11:04 am
Home Featured আবারো এমারেল্ড অয়েলের শেয়ার বেচবে মিনোরি বাংলাদেশ

আবারো এমারেল্ড অয়েলের শেয়ার বেচবে মিনোরি বাংলাদেশ

by fstcap

পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরও ৩৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ।

ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এমারেল্ড অয়েলের করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ লিমিটেডের হাতে থাকা কোম্পানিটির ৩ কোটি ৫২ লাখ ২৫ হাজার ৪টি শেয়ারের মধ্যে ৩৬ লাখ ৬৬ হাজার ৫০০ টি শেয়ার বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে আলোচ্য শেয়ার বিক্রি সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি।

এর আগে গত বৃহস্পতিবার এমারেল্ড অয়েলের ১০ লাখ শেয়ার বিক্রি করেছে মিনোরি বাংলাদেশ।

সূত্রঃ অর্থসূচক

 

emrold oil ipo minori bangladesh

You may also like