102
লন্ডনভিত্তিক বিস্কুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনাইটেড বিস্কুটস টপকো লিমিটেডের সাথে যৌথভাবে বেকারি ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের এসিআই লিমিটেড।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করেছে এসিআই।
প্রতিষ্ঠানটি বলছে, তাদের বোর্ড ইউনাইটেড বিস্কুটস টপকো লিমিটেডের (‘প্ল্যাডিস’ নামে ব্যবসা চালায় তারা) সাথে যৌথ-উদ্যোগে একটি প্রতিষ্ঠান গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অনুমোদন করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, যৌথ উদ্যোগটির নাম প্ল্যাডিস এসিআই বাংলাদেশ লিমিটেড রাখার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত কোম্পানিতে এসিআই তার ৪৯ শতাংশ শেয়ারহোল্ডিংয়ের বিপরীতে আগামী দুই বছরে প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে।
ACI BISCUIT DSE CSE STOCKMARKET EXPANSION
source: The Business Standard