বাংলাদেশ থেকে সরাসরি ওষুধ আমদানির লক্ষ্যে বড় ধরনের চুক্তিতে পৌঁছেছে আফগানিস্তানের
বর্তমান তালেবান সরকার। দেশটির উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাওলাওই আহমাদুল্লাহ জাহিদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই চুক্তি সই করেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আফগান সংবাদমাধ্যম পাজহক-এর এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক
আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশের দুই বৃহৎ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো এবং রেনেটা পিএলসি-এর কারখানা পরিদর্শন করেন। উল্লেখ্য, এই কোম্পানি দুটি বর্তমানে বিশ্বের প্রায় ৫০টিরও বেশি দেশে নিয়মিত ওষুধ রপ্তানি করে আসছে।
বিবৃতিতে বলা হয়, মন্ত্রী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন এবং উচ্চমানের ওষুধ আমদানির বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন।
আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান
পরিদর্শনকালে আফগান মন্ত্রী বাংলাদেশের কোম্পানিগুলোকে আফগানিস্তানে ওষুধ কারখানা স্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। তিনি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা উল্লেখ করে বলেন:
আফগানিস্তানের সর্বত্র এখন শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
দেশটির সরকার শিল্প ও উৎপাদন খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা ও সুরক্ষা দেওয়া হবে।
বাণিজ্যে নতুন দিগন্ত
বাংলাদেশের ওষুধ শিল্প বিশ্বজুড়ে তার মান ও সাশ্রয়ী মূল্যের জন্য পরিচিত। আফগানিস্তানের মতো একটি দেশে সরাসরি রপ্তানির এই চুক্তি বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য নতুন বাজার তৈরির পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
https://www.protidinerbangla.net/international/news/11368
