Home Industry News নাম বদলাচ্ছে সালভো কেমিক্যালের

নাম বদলাচ্ছে সালভো কেমিক্যালের

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে কোম্পানিটি ‘সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ নামে পরিচিত হবে। এই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বিশেষ প্রস্তাবটি কোম্পানির ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নাম পরিবর্তনের এই প্রক্রিয়াটি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

এই কৌশলগত পদক্ষেপের মাধ্যমে কোম্পানিটি তাদের বর্তমান ব্যবসা এবং ভবিষ্যৎ লক্ষ্যের সাথে নিজেদের নামকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলতে চাইছে। ‘কেমিক্যাল’ শব্দটি বাদ দিয়ে ‘অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ যুক্ত করার মাধ্যমে কোম্পানিটি তাদের পণ্যের প্রকৃতি এবং বাজারের প্রতি তাদের নতুন দৃষ্টিভঙ্গির একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। ধারণা করা হচ্ছে, এই পরিবর্তন কোম্পানির ভাবমূর্তি ও শেয়ারবাজারে এর অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।

এছাড়াও, এই নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে কোম্পানির সংঘস্মারক এবং সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের প্রস্তাবও এজিএম-এ উত্থাপন করা হবে, যা শেয়ারহোল্ডারদের সম্মতির পরেই কার্যকর হবে।

SALVOCHEM

https://sharenews24.com/article/109028/index.html

You may also like