April 5, 2025 3:38 am
April 5, 2025 3:38 am
Home Featured ন্যাশনাল পলিমারের অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুতে বিএসইসির অসম্মতি

ন্যাশনাল পলিমারের অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুতে বিএসইসির অসম্মতি

by fstcap

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ১০০ কোটি টাকার প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ১০০ কোটি টাকার প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০০ কোটি টাকার রূপান্তর অযোগ্য, কিউমুলেটিভ, নন-কনভার্টিবল ও নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে চেয়েছিল। এজন্য কোম্পানিটি বিএসইসির কাছে আবেদন জানিয়ে ছিল। তবে সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটির প্রেফারেন্স শেয়ার ইস্যু করার আবেদন বাতিল করে দিয়েছি বিএসইসি।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ন্যাশনাল পলিমারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯৬ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ন্যাশনাল পলিমারের ইপিএস হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৩ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯ টাকা ৭১ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭১ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৬২ পয়সায়।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমারের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭২ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১১৮ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৬৮। এর মধ্যে ৩৩ দশমিক শূন্য ৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৪ দশমিক ৩১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫২ দশমিক ৬৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৩১ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৮ টাকা ও ৫৩ টাকা ২০ পয়সা।

https://bonikbarta.com/economy/9RCGd3qQcGcOTKAx

national polymer BSEC Bangladesh

You may also like