পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসির পর্ষদ অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যু করে ৩২৫ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসির পর্ষদ অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যু করে ৩২৫ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি বিদ্যমান ঋণ পরিশোধে ব্যবহার করবে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির ২৩১তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
তথ্য অনুসারে, শেয়ারটির বৈশিষ্ট্য নন-কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ ও রিডিমেবল বা পুরোপুরি রূপান্তরযোগ্য। এ শেয়ার ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১২ জানুয়ারি দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিক্রি বাড়লেও মুনাফা কমেছে। আলোচ্য প্রান্তিকে রেনাটার সমন্বিত মোট বিক্রি হয়েছে ১ হাজার ১৭ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৪৪ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত বিক্রি বেড়েছে ২৩ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০২ কোটি টাকা।
আলোচ্য প্রান্তিকে রেনাটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮ টাকা ৮৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০০ টাকা ৯৫ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৯২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৬২ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৩৪ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১২৮ কোটি টাকা বা ৫৪ দশমিক ৭০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে রেনাটার ইপিএস হয়েছে ৩১ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৪০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯৫ টাকা ৫৬ পয়সায়।
১৯৭৯ সালে পুঁজিবাজারে আসে রেনাটা পিএলসি। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০। এর মধ্যে ৫১ দশমিক ২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০ দশমিক ৭৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২১ দশমিক ২৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬ দশমিক ৬৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার রেনাটা পিএলসির শেয়ার সর্বশেষ ৬৪০ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৬০৮ টাকা ৩০ পয়সা থেকে ১ হাজার ২১৭ টাকা ৯০ পয়সায় ওঠানামা করেছে। bonik barta
renata limited