Home Featured সুইডিশ শেয়ারবাজারের সহায়তা চেয়েছে ডিএসই

সুইডিশ শেয়ারবাজারের সহায়তা চেয়েছে ডিএসই

by fstcap

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি নাসডাক ও সুইডিশ স্টক এক্সচেঞ্জ নাসডাক স্টকহোম এবির কাছ থেকে পণ্য উন্নয়ন, প্রযুক্তির আপগ্রেডেশন, শেয়ারবাজার পর্যবেক্ষণ, নজরদারি এবং আর্থিক বিষয়ে সহযোগিতা চেয়েছে।

গত ৭ মে নাসডাকের ইউরোপিয়ান মার্কেট সার্ভিসের প্রেসিডেন্ট রোল্যান্ড চাই ও স্টকহোম এবির চেয়ারম্যান ফ্রেডরিক একস্ট্রমের সঙ্গে বৈঠকে ডিএসইর চেয়ারম্যান হাফিজ মো. হাসান বাবু এ সহায়তা চান।

ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর চেয়ারম্যান শেয়ারবাজার ও নাসডাক থেকে প্রয়োজনীয় তথ্য নিতে চান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

তথ্য ও জ্ঞানের আদানপ্রদান কীভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করেন তিনি।

source: https://bangla.thedailystar.net/economy/share-market/news-580531#

 

Swedish sharemarket bd bangladesh sharemarket 

You may also like