Home Finance শেরাটনের ২০ তলার ওপরের ‘অননুমোদিত’ অংশ ভেঙে ফেলার নির্দেশ রাজউককে

শেরাটনের ২০ তলার ওপরের ‘অননুমোদিত’ অংশ ভেঙে ফেলার নির্দেশ রাজউককে

by fstcap

হোটেল শেরাটনের ২০১ ফুট উচ্চতার অতিরিক্ত অংশ ভেঙে ফেলতে রাজধানী উন্নয়ন কর্পোরেশন কর্তৃপক্ষকে (রাজউক) চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 

গত ৩০ নভেম্বর মন্ত্রণালয় তাদে আগের নোটিশের পর রাজউককে পাঠানো একটি চিঠিতে এই নির্দেশনা জারি করে।

হোটেল কর্তৃপক্ষের একজন আইনজীবী জানান, আজ বৃহস্পতিবার হাইকোর্টে শুনানিতে বিষয়টির সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

 

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬০ কাঠা জমিতে ২৮ তলা ভবন নির্মাণ করেছে বোরাক রিয়েল এস্টেট লিমিটেড। সেখানে তৈরি করা হয়েছে পাঁচ তারকা হোটেল শেরাটন।

হোটেলের হিস্যা ভাগ নিয়ে ঢাকা উত্তর ও বোরাক রিয়েল এস্টেটের বিষয়টি আদালতে গড়ায়। সর্বশেষ গত ৯ অক্টোবর দুই পক্ষের উপস্থিতিতে আদালত বিষয়টি নিষ্পত্তির আদেশ দেন।

এদিকে ভবন নির্মাণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা মানা হয়নি বলে শেরাটনের ২০ তলার উপরের অংশ ভেঙে ফেলতে রাজউককে চিঠি দিয়েছে পর্যটন মন্ত্রণালয়।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে মন্ত্রণালয়ে পাঁচ তারকা মানের জন্য হোটেলের পক্ষ থেকে আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়েছিল।

বোরাক রিয়েল এস্টেটের আইনজীবী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘২০ তলার উপরের অংশের বিষয়টি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আদালতের শুনানির তালিকায় আছে। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে।’

রাজউকে আঞ্চলিক কর্মকর্তা ইমরুল হাসান টিবিএসকে বলেন, ‘চিঠিটি এখনো আমি হাতে পাইনি। মন্ত্রণালয়ের চিঠি এবং আদালতের নির্দেশনা দু’টি বিষয়কে সামনে রেখেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

গত ১৪ নভেম্বর হোটেল শেরাটনের পক্ষে ওয়েস্টিন হোটেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে রাজধানীর বনানীর হোটেল শেরাটন। বহুতল ওই ভবন নিয়ে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে ডিএনসিসির সঙ্গে সমঝোতা হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের।’

হোটেল শেরাটন, ওয়েস্টিন হোটেল ও বোরাক রিয়েল এস্টেট—তিনটিই ইউনিক গ্রুপের প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আদালতের আদেশ অনুযায়ী শেয়ার বণ্টনের চুক্তি করেছে ডিএনসিসি ও বোরাক রিয়েল এস্টেট। এর মাধ্যমে হোটেল শেরাটনের অংশীদারত্ব বুঝে নিয়েছে দুই পক্ষ। এর ফলে হোটেল শেরাটন চালু হতে আর কোনো বাধা নেই।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘চুক্তি অনুযায়ী ২৮ তলা হোটেল শেরাটন ভবনের ২০ তলা পর্যন্ত (২০১ ফুট উচ্চতা) শেয়ার বণ্টনের কার্যক্রম চূড়ান্ত হয়েছে। পরবর্তী সময়ে ২০১ ফুটের ওপর থেকে ২৮ তলা পর্যন্ত উচ্চতার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়া সাপেক্ষে হিস্যা বণ্টনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হবে।’

source: tbsnews.net

 

hotel sheraton floor destroy above 20 rajuk

You may also like