Home Finance লোকসানে রেসের মিউচুয়াল ফান্ড

লোকসানে রেসের মিউচুয়াল ফান্ড

by fstcap

সম্পদ ব্যবস্থাপক কোম্পানি রেস পরিচালিত ছয় মেয়াদি মিউচুয়াল ফান্ড সর্বশেষ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রায় ৮৯ কোটি টাকা লোকসান করেছে।  প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট ৬৫ কোটি টাকা মুনাফা হয়েছিল বলে তথ্য দিয়েছিল সম্পদ ব্যবস্থাপক কোম্পানিটি।

গতকাল রেস পরিচালিত ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, প্রথম জনতা, এক্সিম প্রথম, ট্রাস্ট প্রথম, আইএফআইসি প্রথম এবং ইবিএল প্রথম– এ ছয়টি ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মেয়াদি ১০টিসহ রেস পরিচালিত মিউচুয়াল ফান্ড ১২টি।

 
 

নানা অনিয়মের অভিযোগ থাকার পাশাপাশি তদন্তে সহায়তা না করার দায়ে গত বছরের জুনে ফান্ডগুলো পরিচালনায় বিধিনিষেধ আরোপ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, গত রোববার প্রত্যাহার করেছে সংস্থাটি। এর পর গতকাল বুধবার ষান্মাষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

প্রতিবেদন অনুযায়ী, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৪২ পয়সা। প্রথম প্রান্তিকে ইউনিটপ্রতি মুনাফা ছিল ২৭ পয়সা। প্রথম জনতার ক্ষেত্রে প্রথম প্রান্তিকে ৩৩ পয়সা মুনাফার বিপরীতে লোকসান হয়েছে ৪৯ পয়সা।  এক্সিম প্রথম ফান্ডের ২৬ পয়সা মুনাফার বিপরীতে লোকসান ৪৬ পয়সা।  ট্রাস্ট প্রথমের ৩৮ পয়সা মুনাফার বিপরীতে লোকসান ৫৯ পয়সা, আইএফআইসি প্রথমের ৬৩ পয়সা মুনাফার বিপরীতে লোকসান ৫২ পয়সা এবং ইবিএল প্রথমের ৫৪ পয়সা মুনাফার বিপরীতে ৫৬ পয়সা হারে লোকসান হয়েছে।

 

রেস পরিচালিত এসব ফান্ডের মোট পরিশোধিত মূলধন ১ হাজার ৮৩৯ কোটি টাকা। লোকসানের কারণে গত বৃহস্পতিবারের বাজারমূল্যের হিসাবে ফান্ডগুলো সম্পদমূল্য
কমে সাকল্যে ১ হাজার ৪৪২ কোটি টাকায় নেমেছে। গতকালের বাজারদরে এসব ফান্ডের বাজার মূলধন ছিল মাত্র ৬০৪ কোটি টাকা। এর মধ্যে ইবিএল প্রথম ফান্ডটি সর্বোচ্চ সাড়ে ৪ টাকা দরে কেনাবেচা হয়েছে। বাকিগুলো ৩ টাকা ১০ পয়সা থেকে ৩ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে।    https://samakal.com/stock-market/article/281701/লোকসানে-রেসের-মিউচুয়াল-ফান্ড

race mutual fund sharebazar

You may also like