Home Featured লভ্যাংশ দেবে না পাওয়ার গ্রিড, প্রথম প্রান্তিকেও লোকসানে

লভ্যাংশ দেবে না পাওয়ার গ্রিড, প্রথম প্রান্তিকেও লোকসানে

by fstcap

লোকসানের ধারায় আছে পাওয়ার গ্রিড কোম্পানি। এই পরিস্থিতিতে ৩০ জুন ২০২৪ তারিখে শেষ অর্থবছরে লভ্যাংশ দেবে না তারা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও লোকসানের ধারা থেকে বেরোতে পারেনি কোম্পানিটি।

আগামী ৮ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

৩০ জুন ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরে পাওয়ার গ্রিডের লোকসান হয়েছে শেয়ারপ্রতি ৫ টাকা ০১ পয়সা। এই সময় কোম্পানিটি শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩২ টাকা ৬১ পয়সা। শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল যথাক্রমে ১০ টাকা ১১ পয়সা, ১২৩ টাকা ৩২ পয়সা ও ১২ টাকা ৩২ পয়সা।

একই সঙ্গে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পাওয়ার গ্রিড। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮১ পয়সা। এ ছাড়া শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৭৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৩ টাকা ০২ পয়সা।

গত এক বছরে পাওয়ার গ্রিডের শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল ৫৪ টাকা ৭০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ৩৫ টাকা। তবে বিগত কয়েক বছরে তেমন একটা লভ্যাংশ দেয়নি পাওয়ার গ্রিড। ২০২৩ সালে তারা নগদ লভ্যাংশ দিয়েছে ১০ শতাংশ, ২০২২ সালে ১০ শতাংশ, ২০২১ ও ২০২০ সালে দিয়েছে ২০ শতাংশ। বোনাস লভ্যাংশ দিয়েছে সর্বশেষ ২০১২ সালে ১০ শতাংশ।    https://www.prothomalo.com

powergrid sharemarket

You may also like