September 17, 2024 12:51 am
Home Featured রাষ্ট্রে সংস্কার হচ্ছে, শেয়ারবাজারেও হবে : রাশেদ মাকসুদ।

রাষ্ট্রে সংস্কার হচ্ছে, শেয়ারবাজারেও হবে : রাশেদ মাকসুদ।

by fstcap

নতুন চেয়ারম্যান পেল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার বিকেলে সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পরদিন গতকাল সোমবার এ পদে যোগ দিয়েছেন তিনি। বিএসইসির সর্বস্তরের কর্মকর্তারা তাঁকে সাদরে গ্রহণ করেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন দেশের সংস্কার চলছে বলে মনে করেন বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান রাশেদ মাকসুদ। গতকাল বিএসইসিতে যোগ দিয়ে কর্মকর্তাদের সংবর্ধনায় অংশ নিয়ে বলেন, শেয়ারবাজার দেশের বাইরের কিছু নয়। এ বাজারেও সংস্কার করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশে বিএসইসির নতুন চেয়ারম্যান বলেন, বর্তমানে ১৫ লাখ বিও অ্যাকাউন্ট সচল আছে। এর অর্থ এ বাজারে ১৫ লাখ বিনিয়োগকারী ও তাদের পরিবারের সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ বাজারের সঙ্গে আছেন। তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবে কমিশনের কাজকে কাজ হিসেবে না দেখে বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব হিসেবে নিতে হবে।
এদিকে গতকাল সোমবার শেয়ারবাজারে আগের পাঁচ দিনের ধারাবাহিক পতনের ধারায় অধিকাংশ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। দিনের লেনদেন শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে প্রায় ৬২ শতাংশ দর হারিয়েছে। তবে শেয়ার সংখ্যার বিবেচনায় বহু শেয়ার দর হারালেও সে তুলনায় সূচকের পতন কম ছিল। আবার টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে।

প্রধান মূল্যসূচক ডিএসইএক্স মাত্র ৩ পয়েন্ট হারিয়ে ৫৭৭৫ পয়েন্টে নেমেছে। যদিও লেনদেনের প্রথম দিকে বেশির ভাগ শেয়ারের দর পতনে সূচকটি ৩৯ পয়েন্ট হারিয়ে প্রথমে ৫৭৩৯ পয়েন্টে নেমেছিল। কিছুক্ষণ পর বৃহৎ বাজার মূলধনি কোম্পানির শেয়ারদর বৃদ্ধিতে ভর করে ঘুরে দাঁড়ালে ৫৫ মিনিটেই সূচকটি আগের অবস্থান থেকে ১০৮ পয়েন্ট বেড়ে ৫৮৪৭ পয়েন্ট ছাড়ায়। অবশ্য লেনদেনের পরে আবারও শেয়ারদর কমলে সূচকও নিম্নগামী হয়।
খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, বস্ত্র, সিমেন্ট, চামড়া ও চামড়াজাত পণ্য এবং টেলিযোগাযোগ খাতের অধিকাংশ কোম্পানির দর কমেছে। একই চিত্র ছিল মিউচুয়াল ফান্ড খাতে। বিপরীতে তুলনামূলক বেশিসংখ্যক শেয়ারের দর বেড়েছে জ্বালানি ও বিদ্যুৎ, খাদ্য ও আনুষঙ্গিক, ভ্রমণ ও অবকাশ খাতের। বাকি খাতগুলোতে মিশ্র ধারা ছিল।
ডিএসইর চেয়ারম্যানের পদত্যাগ

বিএসইসির চেয়ারম্যান পদে নতুন ব্যক্তির যোগদানের দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাসান হাফিজ মো. হাসান বাবু একই সঙ্গে স্টক এক্সচেঞ্জটির স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করেছেন। গত রোববার বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহসীন চৌধুরীর কাছে তিনি পদত্যাগপত্র পাঠান।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রোববার ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিবিএর কয়েকজন নেতা স্টক এক্সচেঞ্জটির দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের সময় তাদের মাধ্যমে চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ করতে বলেন। অবশ্য গত ১২ আগস্ট ডিবিএ রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে ডিএসইসহ শেয়ারবাজারের সব সংস্থায় এর আগে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের পদ ছাড়তে এবং পর্ষদ পুনর্গঠন করার দাবি জানানো হয়েছিল।

You may also like