August 24, 2025 10:37 am
Home Featured মায়ের ১৫০০ কোটি টাকার শেয়ার পেলেন চার সন্তান

মায়ের ১৫০০ কোটি টাকার শেয়ার পেলেন চার সন্তান

by fstcap

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী ও স্কয়ারমাতাখ্যাত অনিতা চৌধুরীর মৃত্যুর দুই বছর পর তাঁর নামে থাকা দেড় হাজার কোটি টাকার সমমূল্যের শেয়ার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হয়েছে। অনিতা চৌধুরীর নামে থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মা ও স্কয়ার টেক্সটাইলের সব শেয়ার তাঁর ছেলে-মেয়েদের মধ্যে হস্তান্তরের বিষয়ে হাইকোর্ট উত্তরাধিকার সনদ ইস্যু করেছেন। এই তথ্য আজ মঙ্গলবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানি দুটি।

অনিতা চৌধুরী ২০২২ সালের ১৩ নভেম্বর বার্ধক্যের কারণে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুর দুই বছর পর তাঁর মালিকানায় থাকা কোম্পানি দুটির শেয়ার তাঁর সন্তানদের মধ্যে সমভাবে বণ্টিত হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্কয়ার ফার্মার পক্ষ থেকে দেওয়া তথ্যে বলা হয়, কোম্পানিটির ৬ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৮১৪টি শেয়ার ছিল অনিতা চৌধুরীর নামে। ডিএসইতে আজ কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ২২৪ টাকা। সেই হিসাবে অনিতা চৌধুরীর হাতে থাকা শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ১ হাজার ৪৮০ কোটি টাকা। তাঁর ৬ কোটি ৬০ লাখ শেয়ারের মধ্যে তিন ছেলে স্যামুয়েল এস চৌধুরী, তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩টি করে মোট ৪ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ৬০৯টি শেয়ার পেয়েছেন। তিন ছেলের প্রত্যেকেই পান কোম্পানিটির প্রায় ৩৭০ কোটি টাকার সমমূল্যের শেয়ার। আর একমাত্র কন্যা রত্না পাত্র পেয়েছেন ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৫টি শেয়ার। উত্তরাধিকার হিসেবে ছেলেদের চেয়ে একমাত্র মেয়ে দুটি শেয়ার বেশি পেয়েছেন। স্যামসন এইচ চৌধুরী ও অনিতা চৌধুরীর চার সন্তানের মধ্যে বর্তমানে স্যামুয়েল এস চৌধুরী স্কয়ার ফার্মার চেয়ারম্যান, মেয়ে রত্না পাত্র ভাইস চেয়ারম্যান, তপন চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক ও অঞ্জন চৌধুরী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

স্কয়ার ফার্মার পাশাপাশি শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলের শেয়ারও ছেলে-মেয়েদের মধ্যে হস্তান্তরে উত্তরাধিকার সনদ দিয়েছেন উচ্চ আদালত।

অনিতা চৌধুরীর নামে স্কয়ার টেক্সটাইলের মোট ৫৮ লাখ ৪৩ হাজার ৮৩টি শেয়ার ছিল। আজ মঙ্গলবার ডিএসইতে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৫২ টাকা। সেই হিসাবে অনিতা চৌধুরীর নামে থাকা এই কোম্পানির শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৩০ কোটি ৩৮ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে তাঁর তিন ছেলে পেয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি করে মোট ৪৩ লাখ ৮২ হাজার ৩১০টি শেয়ার, যার বাজারমূল্য প্রায় ২২ কোটি ৭৯ লাখ টাকা। আর একমাত্র মেয়ে রত্না পাত্র পেয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৭৩টি শেয়ার, যার বাজারমূল্য ৭ কোটি ৬০ লাখ টাকা।

বর্তমানে তপন চৌধুরী স্কয়ার টেক্সটাইলের চেয়ারম্যান, মেয়ে রত্না পাত্র ভাইস চেয়ারম্যান, স্যামুয়েল এস চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক ও অঞ্জন চৌধুরী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম আলো

square group of companies share

You may also like