স্যামসন ফার্মা ইনকর্পোরেটেড নামে একটি কোম্পানি খোলার জন্য ফিলিপাইনে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, স্যামসন ফার্মা ফিলিপাইনে কোম্পানি হিসেবে খোলা হবে। ওই কোম্পানিতে মোট ২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। প্রাথমিকভাবে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে।
কোম্পানিটি স্কয়ার ফার্মার ওষুধ ফিলিপাইনে আমদানি ও বিক্রি করবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। স্যামসন ২০২৪ সালের এপ্রিলে ব্যবসা শুরু করবে বলে আশা প্রকাশ ।
স্কয়ার ফার্মার চিফ ফিন্যান্সিয়াল অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘আমরা ফিলিপাইনে আমাদের ওষুধ সরাসরি বিক্রি করার জন্য একটি কোম্পানি খুলছি। এছাড়া স্যামসন ফার্মা ফিলিপাইনে আমাদের ওষুধ নিবন্ধন করতে সাহায্য করবে।’
source: tbsnews.net
samsonpharma pharmaceutical Philippine squarepharmaceutical sqf sf invest