January 10, 2026 11:01 am
January 10, 2026 11:01 am
Home Featured জেড ক্যাটাগরি নিয়ে দেওয়া নির্দেশনায় চূড়ান্ত, নতুন কিছু দেওয়া হবে না

জেড ক্যাটাগরি নিয়ে দেওয়া নির্দেশনায় চূড়ান্ত, নতুন কিছু দেওয়া হবে না

by fstcap

পুঁজিবাজারের তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানিগুলো নিয়ে নতুন কোন নির্দেশনা আসবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড.শামসুদ্দিন আহমেদ।

সংবাদ মাধ্যমকে ড. শামসুদ্দিন বলেন, পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে সব সময় একটি গ্রুপ কাজ করে। নতুন করে জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, ‘আমি আবারও পরিস্কার করে বলতে চাই, ইতোমধ্যে জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে তাই চূড়ান্ত। নতুন করে আর কোন নির্দেশনা দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের প্রতি আমার অনুরোধ গুজবে কান না দিয়ে নিজের মতো করে বিনিয়োগ করেন।

এর আগে গত ১৮ মার্চ বিএসইসির নির্দেশে ২২টি কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানির উৎপাদন ৬ মাসের বেশি বন্ধ, কিছু কোম্পানি দুবছর বার্ষিক সাধারণ সভা বা এজিএম করতে ব্যর্থ হয়েছে এবং কিছু কোম্পানির পরিশোধিত মূলধনের তুলনায় রিজার্ভ ঋণাত্বক।

৬ উত্তর “জেড ক্যাটাগরি নিয়ে দেওয়া নির্দেশনায় চূড়ান্ত, নতুন কিছু দেওয়া হবে না”

source: sharebazarnews.com

 

z category share

You may also like