August 21, 2025 12:22 pm
Home Industry News ‘জরিমানা’ই করলেন ট্রাম্প! ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে দিল আমেরিকা, নতুন শুল্কহার ৫০ শতাংশ

‘জরিমানা’ই করলেন ট্রাম্প! ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে দিল আমেরিকা, নতুন শুল্কহার ৫০ শতাংশ

by fstcap

ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকা। মোট শুল্কের পরিমাণ দাঁড়াল ৫০ শতাংশ। এ বার থেকে ভারতীয় পণ্য আমেরিকায় রফতানি করতে গেলে এই পরিমাণ বাড়তি শুল্ক দিতে হবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সংক্রান্ত এগ্‌জ়িকিউটিভ অর্ডারে ট্রাম্প বুধবার স্বাক্ষর করেছেন। আগামী ২৭ অগস্ট থেকে তা কার্যকর করা হবে।

 
 

এর আগে ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা। সেই ঘোষণাতেই ট্রাম্প ভারত ও রাশিয়ার বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ভারত রাশিয়া থেকে খনিজ তেল এবং অস্ত্র কেনা চালিয়ে গেলে আগামী দিনে ভারতকে ‘জরিমানা’ দিতে হবে। কিন্তু সে বার জরিমানার অঙ্ক নির্দিষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। বুধবার বাড়তি শুল্কের কথাও ঘোষণা করা হল। আগে ঘোষিত ২৫ শতাংশ ৭ অগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। বুধবার যে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হল, তা আরও ২১ দিন পর কার্যকর হবে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। অর্থাৎ, ২৭ তারিখ থেকে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে ভারতকে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণেই এই পদক্ষেপ, জানিয়েছেন ট্রাম্প।

https://www.anandabazar.com/india/donald-trump-hits-india-with-aadditional-tariffs-for-russian-oil-trade-dgtl/cid/1623859?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=daily&fbclid=IwQ0xDSwMAR0BleHRuA2FlbQIxMQABHsYleJ5S9X81rtS1BMRgQOKEqIzulWZBuTsjOeGzZggv-NvcSgH9sMygO89v_aem_wKT3gMs7TgHBK2-ZFq-0ug#788cow7w0n9xml8p85e9we8270r0uiyre

You may also like