Home Featured চার কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ

চার কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ

by fstcap

শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসেবে পুঁজিবাজারের তালিকাভুক্ত চারটি কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ পাঠানো হয়েছে। গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষণাকৃত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এডিএন টেলিকম, বিডিকম অনলাইন এবং এপেক্স ফুডস লিমিটেড।

কোম্পানি চারটির ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে এপেক্স স্পিনিং ২০ শতাংশ, এডিএন টেলিমক ১৫ শতাংশ, বিডিকম অনলাইন ১০ শতাংশ এবং এপেক্স ফুডস ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

profit Cash Dividends four 4 companies company

You may also like