August 21, 2025 11:18 am
Home Featured চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ —ইসি সচিব

চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ —ইসি সচিব

by fstcap

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, ‘জাতীয় নির্বাচনের রোডম্যাপের (পথনকশা) একটি খসড়া তৈরি করেছে ইসি সচিবালয়।’ কমিশনের অনুমোদনের পর এ সপ্তাহে তা প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

 

গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ইসির মাসিক সমন্বয় সভায় ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না। এর অর্থ এই নয় যে অতীতে যা ছিল, হুবহু এটাই রাখতে হবে, যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা হবে।’

 

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কিত তিন হাজার জনের জন্য একটা কেন্দ্র, সে অনুযায়ী আমরা হিসাব করেছি। আমাদের ধারণা ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নিই, তাহলে হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। উদাহরণ হিসেবে বলতে পারি এখন আমাদের পার কেন্দ্রে পুরুষদের জন্য আছে ৫০০ জনের একটা বুথ। এটাকে আমরা যদি ৬০০ করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারব। সেইভাবে আমরা একটু হিসাব করছি এবং হিসাব করে যদি দেখি যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য তাহলে আমরা সেই মাত্রায় কাজ করব।’

 

আখতার আহমেদ বলেন, ‘৮৩টি আসন সম্পর্কিত যে আপত্তি আসছে আমরা সেটার শুনানি ২৪ আগস্ট শুরু করব। চারদিন টানা শুনানি হবে।’ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের বিষয়ে ইসি সচিব বলেন, ‘আমরা এনআইডি কারেকশনের স্ট্যাটাসটা জানার চেষ্টা করেছি বা জেনেছি। আমাদের দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্য না এবং সে কারণে বাতিল করা হয়েছে। কিন্তু আবেদনকারীর দৃষ্টিতে সেটা সঠিক না হলে আপিল করার সুযোগ আছে এবং তিনি আপিল করেন। এখন আমরা সেই আপিল অনুযায়ী নিষ্পত্তি করব। এমন আবেদনের সংখ্যা ৮০ হাজার।’

 

ভোটার নিবন্ধন ফরম-২ স্ক্যানের বিষয়ে আখতার আহমেদ বলেন, ‘২০০৮ সাল থেকে যে ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল তার অনেকগুলো ফর্ম স্ক্যান করা বাকি ছিল। সেই ফর্মগুলো স্ক্যান করে কমিশনের পোর্টালে আপলোড করার কাজ শুরু হয়েছে। এর ফলে তথ্যভাণ্ডার আরো সমৃদ্ধ হবে।’

রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, ‘নতুন নিবন্ধনের আবেদন করা ২২টি রাজনৈতিক দলের তথ্য মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদের আমরা চিঠি দিয়ে বাতিলের কারণ জানিয়ে দিচ্ছি।’

https://www.bonikbarta.com/bangladesh/fU88mKXIBFEqJDap

You may also like