19
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ও ফু-ওয়াং ফুডসের বিতর্কিত শেয়ারহোল্ডার মিয়া মামুন আটক হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতারণা মামলায় জামিন চাইতে গেলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
জাপানী পাসপোর্ট অনুযায়ী মিয়া মামুন ওরফে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মোঃ মামুন মিয়া। তার পিতা নোয়াব মিয়া, মাতা ফিরোজা বেগম, জাপানী পাসপোর্ট নং টিএস-০৭৩৩২৯৮, বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র নং ৯৫৮৪৫৭৯১৬৪।
মিয়া মামুন বর্তমানে ফু-ওয়াং ফুডসের ব্যস্থাপনা পরিচালক। যে মূলত মিনোরি বাংলাদেশের কর্ণধার। যে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারের এমারেল্ড অয়েল ও ফু-ওয়াং ফুডসের শেয়ার কিনে মিয়া মামুন প্রতিষ্ঠান দুটির নিয়ন্ত্রন নেয়।
emerald oil Fu-wang Foods Ltd.