Home Featured ঈদুল আজহার ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার

ঈদুল আজহার ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার

by fstcap

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (১৫ জুন) থেকে খুলছে দেশের পুঁজিবাজার।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, ঈদের আগে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে পুঁজিবাজার ১০ দিন বন্ধ থাকার ঘোষণা দেয় ডিএসই। সে হিসেবে গত ৫ জুন থেকে শুরু হয়েছিল এ ছুটি। সরকার ঈদের ছুটির সঙ্গে জুনের ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করায় এবং পরের ২ দিন অর্থাৎ ১৩ ও ১৪ জুন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন সরকারি সকল প্রতিষ্ঠানের ন্যায় দেশের পুঁজিবাজারের সব লেনদেন বন্ধ ছিল।

ঈদুল আজহার ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার

 

You may also like