পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আফগানিস্তানে ওষুধ রফতানি করার উদ্যোগ নিয়েছে। আফগানিস্তানভিত্তিক কোম্পানি সালার ইউসুফজাই ফার্মা লিমিটেড ইন্দো-বাংলার কাছ থেকে ওই ওষুধ কিনবে। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার (৮ জুলাই) কোম্পানি দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তিটির মেয়াদ হবে ১৫ বছর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ইন্দো-বাংলা ফার্মা সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সালার ইউসুফজাই ফার্মা লিমিটেড আফগানিস্তানে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত ওষুধের প্রধান পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবে। প্রতি শিপমেন্টে কমপক্ষে ১ লাখ ৫০ হাজার ডলার মূল্যের ওষুধ নিতে হবে। মোট মূল্যের ৪০ শতাংশ আগাম পরিশোধ করতে হবে। বাকী ৬০ শতাংশ শিপমেন্টের সময় দিতে হবে।
ইন্দো-বাংলা কর্তৃপক্ষের দাবি, এ চুক্তির ফলে কোম্পানিটি রফতানি খাতে আয় করতে সক্ষম হবে, এর বৈদেশিক মুদ্রা সরবরাহ বাড়বে, দীর্ঘমেয়াদে কোম্পানির ব্যবসায় প্রবৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে। সব মিলিয়ে কোম্পানির আর্থিক ভিত্তি মজবুত হবে।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এটি ২০২২ সালে শেয়ার প্রতি ২২ পয়সা এবং ২০২৩ সালে শেয়ার প্রতি ২২ পয়সা আয় করেছে। অন্যদিকে সর্বশেষ হিসাববছরে (২০২৪) শেয়ার প্রতি ৩৫ পয়সা লোকসান দিয়েছে। চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান দিয়েছে ১৭ পয়সা, যা গত বছর একই সময়ে ১৩ পয়সা ছিল।
এদিকে গত এক মাসে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৫৭ শতাংশ বেড়েছে। গত জুন মাসের ১৫ তারিখে ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৯ টাকা। টানা কয়েকদিন বেড়ে গতকাল তা ১৪ টাকা ২০ পয়সায় পৌঁছায়। তবে আজকে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হওয়ার পর শেয়ারের মূল্য ১০ পয়সা কমে ১৪ টাকা ১০ পয়সায় নেমেছে। ধারণা করা হচ্ছে, আফগান কোম্পানি সালার ইউসুফজাই ফার্মা লিমিটেডের সঙ্গে চুক্তির খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় গত কয়েকদিনে শেয়ারটির দাম এতটা বেড়েছে। এর পেছনে আইনে নিষিদ্ধ সুবিধাভোগী লেনদেনের ঘটনা থেকে থাকতে পারে।
IBP