100
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের আজিজ পাইপসের পরিচালনা পর্ষদ কাঁচামাল জটিলতায় উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি আগামী বুধবার (০১ মে) থেকে উৎপাদন বন্ধ রাখবে। তবে পুনরায় কবে থেকে উৎপাদন শুরু হবে, তা জানানো হয়নি। কোম্পানির কার্যকরী মূলধনের অভাবের কারণে উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হবে। স্থানীয় সরবরাহকারীরা সময়মতো ঋণের কাঁচামাল (রজন) সরবরাহ না করার ফলে ঘাটতি হয় দাবি কোম্পানিটির।
source: https://sunbd24.com
aziz pipes production close bangladesh bd