July 26, 2024 8:17 pm
Home Finance স্মার্ট পুঁজিবাজার গঠনে সহযোগিতার আশ্বাস নতুন অর্থমন্ত্রীর

স্মার্ট পুঁজিবাজার গঠনে সহযোগিতার আশ্বাস নতুন অর্থমন্ত্রীর

by fstcap

স্মার্ট পুঁজিবাজার গঠনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শুক্রবার (১২ জানুয়ারি) সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার ও পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু নতুন অর্থমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে এমন আশ্বাস দেন নতুন অর্থমন্ত্রী। আবুল খায়ের হিরুর ফেইসবুক স্ট্যাটাসে এ তথ্য জানা গেছে।

 

হিরু তার ফেইসবুকে লিখেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার স্মার্ট অর্থনীতি ও পুঁজিবাজার। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির মেধাবী ছাত্র,সাবেক আমলা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্যারকে। স্যার আপনার দক্ষ নেতৃত্বে এ দেশের পুঁজিবাজার ও অর্থনীতি সঠিক পথ খুঁজে পাবে। প্রধানমন্ত্রীর এ মেয়াদে দেশের অর্থনীতি ও আর্থিক খাতে ব্যাপক সংস্কার সাধিত হবে।

এ বিষয়ে আবুল খায়ের হিরু বলেন, আজকে অর্থমন্ত্রীর সাথে দেখা করেছিলাম। এ সময়ে দেশের অর্থনীতি ও পুঁজিবাজার নিয়ে কথা হয়েছে। তিনি স্মার্ট পুঁজিবাজার গঠনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

source: orthosongbad.com

 

Abul hasan mahmud ali Finance Minister smart pujibazar

You may also like