58
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের একসঙ্গে সর্বশেষ ৩ অর্থবছরের (২০২০-২০২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনগুলোর মধ্যে ২০২২-২৩ অর্থবছরের ন্যায় ২০২১-২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদনেও প্রতিষ্ঠানটির নিরীক্ষক আপত্তিকর মন্তব্য করেছেন।
কোম্পানিটির নিরীক্ষক জানিয়েছেন, আর্থিক প্রতিবেদনে ২০২২ সালের ৩০ জুন দেখানো মজুদ পণ্যের অস্তিত্ব ও সঠিক মূল্য নিয়ে তারা নিশ্চিত না। কারণ তাদেরকে দেরিতে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একই কারণে নগদ অর্থের সত্যতা যাচাই করতে পারেননি বলে জানিয়েছেন নিরীক্ষক।
কোম্পানি কর্তৃপক্ষ ২০২২ সালের ৩০ জুন ২ কোটি ৬৮ লাখ টাকার মজুদ পণ্য ও ২০ লাখ টাকা নগদ অর্থ ছিল বলে আর্থিক প্রতিবেদনে দেখিয়েছে।
source: https://www.sharenews24.com/article/86859/index.html?sfnsn=wa
miracle industry