July 27, 2024 1:06 pm
Home Featured অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নিবন্ধন পেল রেনেটার ওষুধ

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নিবন্ধন পেল রেনেটার ওষুধ

by fstcap

শেয়ারবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি তৈরি ওষুধ নোভেলা-১ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় নিবন্ধন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, লেভোনরজেস্ট্রেল ১.৫ মি.গ্রার প্রাথমিক চালান পাঠিয়েছে রেনেটা। এটি নোভেলা-১ ব্র্যান্ড নামে পরিচিত এবং এটি অস্ট্রেলিয়ায় রেনাটার প্রথম নিবন্ধিত পণ্য।

অস্ট্রেলিয়ায় নোভেলা-১-এর বিতরণ ও বাণিজ্যিকীকরণ করবে রেনাটার অংশীদার নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রেলেশিয়া পিটি লিমিটেড।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রেনাটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৩৪ পয়সা।

৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৩ টাকা ৬২ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৬২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে রেনাটা।

শেয়ারনিউজ

 

Renata pharmaceuticals limited Australia

You may also like