Home Stock Market পুঁজিবাজার সংস্কার জোরদারে বিএসইসি ও অংশীজনদের মাসিক সমন্বয় সভা

পুঁজিবাজার সংস্কার জোরদারে বিএসইসি ও অংশীজনদের মাসিক সমন্বয় সভা

by fstcap

পুঁজিবাজারের কাঠামোগত সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এ ছাড়া কমিশনের অন্যান্য কমিশনার এবং পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা সভায় অংশ নেন।

 

সভায় পুঁজিবাজারের বর্তমান অবস্থা, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, পুঁজিবাজারে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে সমন্বিতভাবে সমাধানের পথে এগিয়ে যেতে হবে। তিনি অংশীজনদের সহযোগিতায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে পুঁজিবাজার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (মার্জিন) বিধিমালা, ২০২৫’, ‘বিএসইসি মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’ এবং ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’সহ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিধিমালা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পাঁচ বছর মেয়াদি পুঁজিবাজার উন্নয়ন পরিকল্পনা, নতুন পণ্য সংযোজন, কমোডিটি এক্সচেঞ্জ চালু, ই–কেওয়াইসি’র মাধ্যমে অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলা, রাষ্ট্রীয় ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তকরণ, মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন এবং বিনিয়োগ শিক্ষা প্রসারের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, নতুন তিনটি বিধিমালা পুঁজিবাজারের আইনি সংস্কারে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি উল্লেখ করেন, আইপিও পুঁজিবাজারের কেন্দ্রবিন্দু এবং নতুন বিধিমালার ফলে আইপিও কার্যক্রম আরও গতিশীল হবে। এই সুযোগ কাজে লাগাতে বাজার সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, সিসিবিএল, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএসইসির নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।
https://orthosongbad.com/379452/পুঁজিবাজার-সংস্কার-জোরদা/

 

You may also like