January 12, 2026 1:46 am
Home Stock Market এবার তুরস্কে যাচ্ছে বাংলাদেশি ওষুধ

এবার তুরস্কে যাচ্ছে বাংলাদেশি ওষুধ

by fstcap

দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি বিশ্ববাজার সম্প্রসারণে আরও এক ধাপ এগিয়ে গেল। প্রতিষ্ঠানটি তুরস্কের কঠোর নিয়ন্ত্রক সংস্থা ‘তুর্কি মেডিসিনস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এজেন্সি’ থেকে তাদের রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটির জন্য দাপ্তরিক অনুমোদন লাভ করেছে। এর ফলে এখন থেকে তুরস্কে ট্যাবলেট এবং ক্যাপসুল জাতীয় ওষুধ রপ্তানি করতে পারবে রেনাটা।

রেনাটার কোম্পানি সচিব মো. জুবায়ের আলম এই অর্জনকে প্রতিষ্ঠানের সক্ষমতার প্রতিফলন হিসেবে দেখিয়েছেন। তিনি জানান, তুরস্কের এই অনুমোদন প্রমাণ করে যে রেনাটা বিশ্বমানের উৎপাদন মান বজায় রাখছে। এর আগে রেনাটার এই কারখানা ইইউ জিএমপি এবং যুক্তরাষ্ট্রের এফডিএ -এর মতো বিশ্বের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বীকৃতি পেয়েছে। বর্তমানে রেনাটা বিশ্বের ৫২টি দেশে ওষুধ রপ্তানি করছে এবং তাদের হাতে ৮০টিরও বেশি আন্তর্জাতিক মানের ওষুধ রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কৌশলগত দিক থেকে তুরস্কের বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ এটি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত। সেখানে রপ্তানি শুরু করার আগে কিছু ওষুধের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিশেষ করে আগামী এক বছরের মধ্যে ‘অ্যামান্টাডিন’ নামক ওষুধের অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ওই অঞ্চলে রেনাটার বাণিজ্যিক অবস্থান আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, রেনাটা গত কয়েক বছরে ডলারের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও বর্তমানে তারা দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। কোম্পানির ঋণের বোঝা কমাতে প্রেফারেন্স শেয়ার ইস্যু করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

https://sharenews24.com/article/114083/index.html
RENATA

You may also like