শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড সহযোগী প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন আনার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড-কে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের অনুমোদন দিয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে জেএমআই হসপিটাল কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই রূপান্তরের প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
কোম্পানি কর্তৃক প্রদত্ত তথ্যানুযায়ী, জেএমআই হসপিটাল সম্প্রতি তাদের সহযোগী প্রতিষ্ঠান জেএসএইচএল-এ অতিরিক্ত ১০ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা বিনিয়োগ করেছে। এই নতুন বিনিয়োগের ফলে জেএসএইচএল-এ জেএমআই হসপিটালের মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩১ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা, যা প্রতিষ্ঠানটির মোট মালিকানার ৫০ শতাংশের বেশি। এর মাধ্যমেই জেএসএইচএল জেএমআই হসপিটালের সহযোগী বা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়।
তবে পর্ষদের সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে আর কোনো নতুন বিনিয়োগ করা হবে না। একই সঙ্গে, জেএমআই হসপিটাল তাদের এই বিনিয়োগের হার ৫০ শতাংশের নিচে নামিয়ে আনবে। এই পদক্ষেপের ফলে জেএমআই স্পেশালাইজড হাসপাতাল ‘সহযোগী কোম্পানি’ থেকে ‘অ্যাসোসিয়েট কোম্পানি’ হিসেবে রূপান্তরিত হবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, বিনিয়োগের হার কমানো সত্ত্বেও তারা জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ওপর ‘উল্লেখযোগ্য প্রভাব’ বজায় রাখবে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার ফলে জেএসএইচএল ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পরিচালিত হতে পারবে এবং নতুন মূলধন সংগ্রহের পথ প্রশস্ত হবে। এটি কোম্পানির সার্বিক ব্যবসা সম্প্রসারণের একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে।
JHRM
https://sharenews24.com/article/112448/index.html


