যুক্তরাজ্যের বাজারে হাইড্রোকর্টিসন ৫ মিলিগ্রাম ট্যাবলেট উন্মোচন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, অ্যাড্রেনোকর্টিকাল বা অ্যাড্রিনাল অপ্রতুলতায় ভুগছেন এমন রোগীদের জন্য প্রয়োজনীয় কর্টিকোস্টেরয়েড হিসেবে হাইড্রোকর্টিসন ব্যবহৃত হয়। নতুন ৫ মি.গ্রা. আকারের এই ওষুধ চিকিৎসকদের ডোজ নির্ধারণে আরও বেশি নমনীয়তা দেবে, যা শরীরের স্বাভাবিক কর্টিসল স্তর অনুকরণে সহায়ক হবে এবং রোগী ব্যবস্থাপনায় আরও নির্ভুলতা নিশ্চিত করবে।
ওষুধটি রেনাটার মিরপুর কারখানায় উৎপাদিত, যা যুক্তরাজ্যের এমএইচআরএ অনুমোদিত এবং ইইউ জিএমপি-সার্টিফায়েড একটি শক্তিশালী উৎপাদনকেন্দ্র। এটি রেনাটা (ইউকে) লিমিটেডের ব্র্যান্ডিংয়ে যুক্তরাজ্যের বাজারে বাণিজ্যিকভাবে উন্মোচিত হবে।
উল্লেখযোগ্যভাবে, যুক্তরাজ্যের বাজারে ৫ মি.গ্রা. হাইড্রোকর্টিসন সরবরাহকারী অল্প কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে রেনাটা অন্যতম। এতে বৈশ্বিক ওষুধের বাজারে দেশীয় প্রতিষ্ঠানের উপস্থিতি আরও শক্তিশালী হচ্ছে এবং উচ্চমানের এন্ডোক্রাইন থেরাপির সহজলভ্যতা বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত হলো।
Renata


