আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত (মার্জ) করতে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আহসান মনসুর এ ঘোষণা দেন।
ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গভর্নর বলেন, এই পাঁচটি ব্যাংক প্রশাসক দিয়ে পরিচালিত হবে। ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে যে জনবল রয়েছে তাই থাকবে। কাউকে বাদ দেওয়া হবে না। আগের মতোই বেতন পাবেন তারা।
ব্যাংকগুলোর গ্রাহকদের আমানত প্রসঙ্গে তিনি বলেন, একীভূত হওয়া ব্যাংকের গ্রাহকদের টাকা এ মাসের শেষের দিকে ফেরত দেওয়ার কাজ শুরু করা যাবে। তবে টাকা ফেরত দেওয়া শুরু হলেও দুই লাখ টাকা একবারেই তোলা যাবে না।
‘এসব ব্যাংকের শেয়ার নেতিবাচক হয়ে গেছে। এর ফলে এসব ব্যাংকের পুরাতন উদ্যোক্তাদের শেয়ারের মূল্য নেতিবাচক হয়ে গেছে। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংকের শেয়ার মূল্য জিরো ঘোষণা করা হয়েছে। শেয়ার হোল্ডাররা ব্যাংক থেকেও কোনো টাকা পাবেন না। আবার সরকারও তাদের কাছে থেকে টাকা আদায় করতে পারবে না’, যোগ করেন গভর্নর।
https://www.banglanews24.com/economics-business/news/bd/1621098.details


