October 13, 2025 4:44 pm
Home Stock Market বিদেশি বিনিয়োগের খবরে বেক্সিমকো গ্রুপের শেয়ারে আশার হাতছানি

বিদেশি বিনিয়োগের খবরে বেক্সিমকো গ্রুপের শেয়ারে আশার হাতছানি

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের অধীন তিনটি কোম্পানির অধীনে ১৫টি কারখানা চালুর ঘোষণার পর বেক্সিমকো ছাড়া বাকি দুই প্রতিষ্ঠানের শেয়ারদামে ইতিবাচক সাড়া দেখা গেছে। গত ২২ সেপ্টেম্বর (২০২৫) ডিএসই থেকে পাঠানো এক চিঠির জবাবে কোম্পানি নিশ্চিত করেছে যে, জাপান ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সহযোগিতায় কারখানাগুলো স্থাপন করা হবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই প্রকল্প থেকে প্রায় ৩৮০ কোটি টাকা নিট মুনাফা অর্জন। এ খবর বাজারে ছড়িয়ে পড়ার পর বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হলেও বেক্সিমকো লিমিটেড এখনো ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ব্লক মার্কেটে শেয়ারটিতে কিছুটা লেনদেন নড়াচড়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেক্সিমকো লিমিটেড এক চিঠিতে জানায় যে, গত ১৮ সেপ্টেম্বর প্রথম আলো অনলাইন পোর্টালে প্রকাশিত “বেক্সিমকোর ১৫টি কারখানা চালু করতে জাপান ও যুক্তরাষ্ট্র থেকে আসছে বিনিয়োগ” শীর্ষক সংবাদটি সত্য। কোম্পানিটির প্রত্যাশা, এই নতুন বিনিয়োগ তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও প্রসারিত করবে এবং এর আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন আনবে। যদি আগামী অক্টোবর মাসের মধ্যেই কারখানাগুলো পুরোদমে কাজ শুরু করতে পারে, তাহলে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

এই প্রকল্পের মাধ্যমে কেবল বেক্সিমকোরই লাভ হবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে। নতুন ১৫টি কারখানা চালু হলে হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা বেকারত্ব কমাতে সহায়তা করবে। পাশাপাশি, বিদেশি বিনিয়োগ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে এবং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

বর্তমানে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার যে আলোচনা চলছে, সেখানে বেক্সিমকোর এই উদ্যোগ একটি ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে। এটি প্রমাণ করে যে, বিদেশি বিনিয়োগকারীরা এখনো বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী। একটি বড় দেশীয় কোম্পানি যখন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হয়, তখন তা অন্যান্য ছোট-বড় কোম্পানির জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বড় প্রকল্প পুরো শেয়ারবাজারের জন্য একটি ইতিবাচক বার্তা। এটি কেবল বেক্সিমকো নয়, বরং সামগ্রিকভাবে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সাহায্য করবে। বাজারের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য এমন বড় বিনিয়োগের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

https://sharenews24.com/article/109212/index.html

Beximco Bxpharma

You may also like