Home International বিএসসির বহরে নতুন দুই জাহাজ, চুক্তি সই সম্পন্ন

বিএসসির বহরে নতুন দুই জাহাজ, চুক্তি সই সম্পন্ন

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) তাদের বহরে নতুন দুটি জাহাজ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই জাহাজগুলো কেনার জন্য তারা যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি-র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ইতোমধ্যে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে, যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

এই নতুন জাহাজ দুটি কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির গত ১২ আগস্টের সভায়, যেখানে নৌপরিবহন মন্ত্রণালয় প্রস্তাবটি উত্থাপন করে। দরপত্র প্রক্রিয়ায় তিনটি প্রতিষ্ঠান অংশ নিলেও টেন্ডার মূল্যায়ন কমিটি (টিইসি) সর্বনিম্ন দরদাতা হিসেবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারসকে বেছে নেয়। চুক্তি অনুযায়ী, বিএসসি নিজস্ব অর্থায়নে ৭ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার মার্কিন ডলারে জাহাজ দুটি কিনবে। সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হলেও জাহাজগুলো নির্মাণ হচ্ছে চীনে এবং সেখান থেকেই তা বাংলাদেশে পাঠানো হবে।

 

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর-এর প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিএসসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৮ পয়সা, যা আগের বছর একই সময়ের ১১ টাকা ৫ পয়সার তুলনায় বেশি। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৯৮ টাকা ৪৯ পয়সা।

বিনিয়োগকারীদের কাছে বিএসসির ডিভিডেন্ড নীতি বেশ স্থিতিশীল। ২০২৩-২৪ অর্থবছর-এ কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই অর্থবছর-এ তাদের ইপিএস ছিল ১৬ টাকা ৩৭ পয়সা এবং এনএভিপিএস ছিল ১০১ টাকা ৯৭ পয়সা। এর আগের অর্থবছর-এর তুলনায় ইপিএস কিছুটা বেড়েছে।

এর আগে ২০২২-২৩ অর্থবছর-এও বিএসসি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, যখন ইপিএস ছিল ১৬ টাকা ১৫ পয়সা এবং এনএভিপিএস ছিল ৮৬ টাকা ৬৭ পয়সা। ২০২১-২২ অর্থবছর-এ ডিভিডেন্ড ছিল ২০ শতাংশ ক্যাশ, যেখানে ইপিএস ছিল ১৪ টাকা ৮০ পয়সা এবং এনএভিপিএস ছিল ৭২ টাকা ৫২ পয়সা।

বাংলাদেশ শিপিং করপোরেশন ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৯৩৮ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০টি। এর মধ্যে সরকারের কাছে ৫২.১০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৩৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৬.৫৬ শতাংশ শেয়ার রয়েছে।

BSC

https://www.sharebusiness24.com/stock-market/news/40196

You may also like