দুর্বল আর্থিক অবস্থায় থাকা পাঁচটি ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই উদ্দেশ্যে সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি আট সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করেছে।
গত রোববার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠার খসড়া রূপরেখা অনুমোদন করা হয়। সূত্র অনুযায়ী, নতুন এই ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’।
কমিটির দায়িত্ব ও সদস্যবৃন্দ
এই ওয়ার্কিং কমিটির প্রধান দায়িত্ব হলো পাঁচটি ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা। কমিটির আহ্বায়ক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহম্মদকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন:
• অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন
• উপসচিব ফরিদ আহমেদ
• আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ ও মোহাম্মদ সাইদুল ইসলাম
• বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক মোহাম্মদ জহির হোসেন
• অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান ও মোহাম্মদ নাজিম উদ্দীন
নতুন ব্যাংকের মূলধন ও অর্থায়ন
এই একীভূতকরণের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া ইসলামী ব্যাংকগুলোকে একত্রিত করা হবে। নতুন ব্যাংকের অনুমানিত মোট মূলধন হবে ৩৫,২০০ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক ২০,২০০ কোটি টাকা সরকার যোগান দেবে। বাকি ১৫,০০০ কোটি টাকা আসবে আমানত বীমা তহবিল এবং ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে।
united Islami Bank
https://sharenews24.com/article/108562/index.html