August 21, 2025 10:10 am
Home Stock Market ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস

ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংস পিএলসি’র অর্থায়নে নির্মিত দেশের শিল্পাঞ্চলখ্যাত ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল ‘ম্যারিয়ট’ আগামী ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে চালু হতে যাচ্ছে। শনিবার (১৬ আগস্ট) নির্মাণকাজ পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন কোম্পানির সচিব মো. আবুল কালাম আজাদ।

তিনি জানান, ময়মনসিংহ জেলার ভালুকায় গড়ে উঠছে আন্তর্জাতিক চেইন হোটেল ‘ম্যারিয়ট ভালুকা’। ইতোমধ্যে বেস্ট হোল্ডিংসের একাধিক আন্তর্জাতিকমানের প্রকল্প চলমান রয়েছে। আড়াই হাজারের বেশি তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, সিরামিক, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও মোবাইল সংযোজন কারখানাকে ঘিরে এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

কোম্পানি সচিব বলেন, অঙ্গপ্রতিষ্ঠান আইকনএক্স হোটেলস লিমিটেডের তত্ত্বাবধানে আগামী বছরের জুনেই দেশের শিল্পাঞ্চলে প্রথম পাঁচতারা হোটেল চালু করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মাওনা হবিরবাড়িতে নির্মিত এ হোটেল শিল্প ও আতিথেয়তা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আবুল কালাম আজাদের ভাষায়, এই হোটেল ব্যবসা ও পাঁচতারা সেবার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। শুধু অতিথিদের আবাসন নয়, ব্যবসায়িক বৈঠক, বাণিজ্য সম্মেলন ও শিল্প সংশ্লিষ্ট প্রদর্শনী আয়োজনের সুযোগও থাকবে। এতে স্থানীয় শিল্পাঞ্চল আরও গতিশীল হবে।

প্রায় ৪.৪৭ একর জমিতে নির্মিত এই হোটেলে থাকবে ২২৮ কক্ষ। অতিথিদের জন্য থাকছে উচ্চগতির ইন্টারনেট, স্মার্ট ওয়ার্ক স্টেশন, মিটিং হল, এক্সিকিউটিভ লাউঞ্জ, আধুনিক রেস্তোরাঁ, ব্যবসাকেন্দ্র, স্পা, ফিটনেস সেন্টারসহ নানা সুবিধা।

কোম্পানি সচিব আরও জানান, অতিথিদের জন্য নির্ঝঞ্ঝাট পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। হোটেলের নকশা এমনভাবে করা হয়েছে, যাতে একদিনের ব্যবসায়িক বৈঠক থেকে শুরু করে দীর্ঘমেয়াদি আবাসন সবই সম্ভব হয়।

তিনি জানান, হোটেলটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যারিয়ট ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইতোমধ্যে কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে, চলছে অভ্যন্তরীণ সাজসজ্জা। পাশাপাশি হোটেলের সঙ্গে থাকবে শপিংমল, সিনেপ্লেক্স, ফুডকোর্ট ও কমার্শিয়াল কমপ্লেক্স।

এ প্রকল্পে সরাসরি ৫০০-এর বেশি মানুষের কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে লজিস্টিক, পরিবহন ও ক্যাটারিং খাতে স্থানীয়দের জন্য আরও কাজের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে ভালুকায় ৫৩ একর জমিতে বেস্ট হোল্ডিংস গড়ে তুলছে ‘লাক্সারি কালেকশনস অ্যান্ড ভিলা’ রিসোর্ট, যেখানে থাকবে ১৪০ কক্ষ, স্পা, রিক্রিয়েশন সেন্টার, ব্যাংকুয়েট হল, কিডস ক্লাব, গলফ ও টেনিস কোর্টসহ আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা।

রিসোর্টটির অধীনে পরিকল্পনা রয়েছে ১৪টি স্টুডিও ভিলা, ৪টি প্রেসিডেন্সিয়াল ভিলা, ২টি লাক্সারি বাংলো, ক্লাব হাউজ, রেস্টিং প্যাভিলিয়ন এবং একাধিক আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট তৈরির। এর পরিষেবা ও রক্ষণাবেক্ষণে আরও সাড়ে ৪০০ জনের বেশি কর্মসংস্থান হবে।

এদিকে, বেস্ট হোল্ডিংসের আরেকটি প্রকল্প হেইলিবেরি ভালুকা স্কুলে এ বছর (আগস্ট ২০২৪) দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হয়েছে। ষষ্ঠ থেকে নবম গ্রেড পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে এবং ধাপে ধাপে দ্বাদশ গ্রেড পর্যন্ত বিস্তৃত হবে। শিক্ষার্থীরা ইতোমধ্যেই ২৫ থেকে ৭৫ শতাংশ বৃত্তি পাচ্ছে।

প্রায় ১৬০ বছরের পুরনো ব্রিটিশ বোর্ডিং স্কুল হেইলিবেরি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করছে। এখানকার শিক্ষার্থীদের বড় অংশই পরবর্তীতে হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড, কেমব্রিজসহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়।

কোম্পানি সচিব জানান, একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নেতৃত্ব ও ব্যক্তিগত উন্নতিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য এমআইটির সঙ্গে যৌথভাবে সামার স্কুল প্রোগ্রাম এবং বাংলাদেশে প্রথমবারের মতো হার্ভার্ড সামার স্কুল ইনফরমেশন সেশন আয়োজন করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক পুরস্কার কর্মসূচি ‘ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড’-এও শিক্ষার্থীরা অংশ নিচ্ছে

https://www.duaa-news.com/article/15202?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR4BO2557c3SpfrcTKVLl2gT_6B_yedmXM5cC03Cf1F8vBms-vrKBCTOPS8G4A_aem_TLKFNZFDsmzX_fEsXYaZNg

Besthldng Best Holding

You may also like