মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করায় যুক্তরাষ্ট্রের বড় বড় খুচরা বিক্রেতারা ভারতের কাছ থেকে অর্ডার বন্ধ করে দিয়েছে। খবর এনডিটিভি।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপসহ শীর্ষ মার্কিন রিটেইলাররা ভারত থেকে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত স্থগিত করেছে।
ভারতীয় রপ্তানিকারকরা মার্কিন ক্রেতাদের কাছ থেকে চিঠি ও ইমেইল পেয়েছেন, যাতে নতুন নির্দেশ না আসা পর্যন্ত পণ্য পাঠানো বন্ধ রাখতে বলা হয়েছে। শুল্ক আরোপের কারণে ক্রেতারা বাড়তি খরচ ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় রপ্তানিকারকদেরই এ বোঝা বহন করতে বলেছে।
বিশ্লেষকদের মতে, নতুন শুল্কের ফলে খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। এতে যুক্তরাষ্ট্রমুখী অর্ডার ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে। যার ফলে ভারতের রফতানিতে ৪০০ থেকে ৫০০ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে।
ভারতীয় প্রতিষ্ঠান ওয়েলস্পান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্দো কাউন্ট ও ট্রাইডেন্টের মতো বড় রপ্তানিকারকরা তাদের মোট বিক্রয়ের ৪০ থেকে ৭০ শতাংশই মার্কিন বাজার থেকে আয় করে। শুল্কবৃদ্ধির কারণে এই কোম্পানিগুলো বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় রফতানির বাজার। ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩৬ দশমিক ৬১ বিলিয়ন ডলারের রপ্তানির ২৮ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক ভারত আশঙ্কা করছে, এ পরিস্থিতিতে তারা বাংলাদেশের মতো যেসব দেশের ওপর বর্তমানে ২০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে তাদের কাছে অর্ডার হারাতে পারে।
সম্প্রতি ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে আর বাকি ২৫ শতাংশ ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে। এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক’ বলে উল্লেখ করেছে।
https://bonikbarta.com/international/lL6FHXLsunthmzLg