37
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান মতিন স্পিনিং মিলস লিমিটেড-এর জমি, কারখানা ভবন, গোডাউন এবং অন্যান্য অবকাঠামোর পূনর্মূল্যায়নের ফলে কোম্পানিটির সম্পদের মূল্য প্রায় ১৩২ কোটি টাকা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পূনর্মূল্যায়নের আগে এসব সম্পদের হিসাব অনুযায়ী মূল্য ছিল ২৪৫ কোটি ৩৭ লাখ টাকা। কিন্তু বর্তমান বাজারদরের ভিত্তিতে সম্পদের নতুন মূল্য দাঁড়িয়েছে ৩৭৭ কোটি ২৪ লাখ টাকা। এতে করে কোম্পানিটির মোট সম্পদ বেড়েছে ১৩১ কোটি ৮৭ লাখ টাকা।
https://www.sharebazarnews.com/posts/puunmuulzayne-132-koti-takar-smpd-bereche-mtin-spiningyer
Matinspinn