Home Banking বেড়েছে আস্থা, ৯ মাসে ব্যাংকে আমানত সংগ্রহে চমক

বেড়েছে আস্থা, ৯ মাসে ব্যাংকে আমানত সংগ্রহে চমক

by fstcap

যদিও দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে, তবুও সরকারি ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা কমেনি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) শুধু চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ৩৪ হাজার ২৫৪ কোটি টাকা।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত ব্যাংক খাতে বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপির হার ২৪.১৩ শতাংশ, যার পরিমাণ প্রায় ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৫ শতাংশ খেলাপি ঋণ রয়েছে সরকারি ব্যাংকগুলোতে। তবুও আমানতের পরিমাণ বাড়ছে এসব ব্যাংকে, যা ইঙ্গিত দেয়, গ্রাহক এখনো সঞ্চয়ের জন্য সরকারি ব্যাংককে বিশ্বাস করছেন।

 

অগ্রণী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার বলেন,“সঠিক দিকনির্দেশনা ও ব্যবস্থাপনার কারণে এখন অনেক সরকারি ব্যাংক স্থিতিশীল অবস্থায় রয়েছে। ফলে গ্রাহকের আস্থা ফিরছে।”

 

Advertisement

খেলাপির চাপ কমাতে এবং আমানত বাড়াতে জনতা ব্যাংক পিএলসি চালু করতে যাচ্ছে টার্গেট-ভিত্তিক কর্মী মূল্যায়ন ব্যবস্থা। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান জানান,“ডিপোজিট সংগ্রহে ভালো করলে কর্মীরা পাবেন ইনসেনটিভ পয়েন্ট। যেমন, ১০০% টার্গেট পূরণে ৫ পয়েন্ট, ৫০% পূরণে ২.৫ পয়েন্ট দেওয়া হবে। পদোন্নতিতে এই পয়েন্ট গুরুত্ব পাবে।”

 

অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ বলেন,“আগে যেমন উপরমহল থেকে ফোন এলেই ঋণ পাস হয়ে যেত, এখন তা অনেকাংশেই কমে এসেছে। সুশাসন বজায় থাকলে এক থেকে দেড় বছরের মধ্যেই সরকারি ব্যাংকগুলো আবারও সম্পদশালী হয়ে উঠবে।”

 

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেসরকারি ব্যাংকগুলোতে আমানত কমেছে প্রায় দুই হাজার কোটি টাকা। এ সময়ে মোট ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ২০ হাজার কোটি টাকা।

https://www.sharebazarnews.com/posts/bedeche-astha-9-mase-bzangke-amant-snggrhe-cmk

You may also like