October 13, 2025 11:40 pm
Home Stock Market ডরিন পাওয়ারের সাথে বিআরইবির বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল

ডরিন পাওয়ারের সাথে বিআরইবির বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল

by fstcap

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেজশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে পাওয়ার পারসেচ এগ্রিমেন্ট (পিপিএ) বাতিল করেছে বিআরইবি।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডরিন পাওয়ার গত ১১ মার্চ বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল সংক্রান্ত একটি চিঠি পায় বিআরইবি থেকে। বিআরইবি পুনরায় চুক্তিটি নবায়ন করতে রাজি না।

এর আগে ডরিন পাওয়ারের নরসিংদী ২২ মেগাওয়াটের পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল।কিন্তু কোম্পানিটি চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করলে, বিআরবি চুক্তি বাতিল করে দেয়

 

DOREENPWR DOREEN Power

You may also like