শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগসংক্রান্ত আদেশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা পৃথক তিনটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়। এর ফলে স্বতন্ত্র ওই পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই বলে জানিয়েছেন বিএসইসির আইনজীবী।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত বছরের ৩১ ডিসেম্বর বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় ৯ জন এবং শাইনপুকুর সিরামিকসে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়।
আইনজীবীর তথ্যমতে, বিএসইসির ওই নিয়োগ আদেশের বৈধতা নিয়ে তিন কোম্পানির পক্ষে পৃথক তিনটি রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রুল দেন। পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগসংক্রান্ত আদেশের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করা হয়। হাইকোর্টের পৃথক আদেশের বিরুদ্ধে বিএসইসি পৃথক তিনটি লিভ টু আপিল করে, যার ওপর আজ শুনানি হয়।
আদালতে বিএসইসির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও কামাল উল আলম শুনানি করেন।
তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগসংক্রান্ত আদেশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ তিন সপ্তাহের মধ্যে স্থগিত করা হয়েছে বলে জানান বিএসইসির আইনজীবী আবুল কালাম আজাদ। তিনি প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ এ-সংক্রান্ত রুল হাইকোর্টে ১৯ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। ফলে স্বতন্ত্র ওই পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই। prothomalo.com
BEXIMCO BANGLADSH