Home National সূচকে যুক্ত হলাে অধিকাংশ কােম্পানি, উত্থান সামান্য

সূচকে যুক্ত হলাে অধিকাংশ কােম্পানি, উত্থান সামান্য

by fstcap

তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ৩২৬টির শেয়ার নিয়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গণনা হয়েছে গতকাল রোববার। একসঙ্গে অনেকগুলো শেয়ার সূচকে অন্তর্ভুক্ত হওয়ায় সূচকে বড় উত্থান বা পতনের আশঙ্কা করেছিলেন কেউ কেউ। তবে তেমনটি হয়নি। গতকাল সূচকটি ১১ পয়েন্ট বেড়ে ৫১৫৪ পয়েন্টে উঠেছে। আগের কয়েক দিনের তুলনায় এটা খুবই স্বাভাবিক।

পরামর্শক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপির নিয়মে গত বৃহস্পতিবার পর্যন্ত সর্বশেষ এক বছর ২৫৩ শেয়ার নিয়ে ডিএসইএক্স সূচকটি গণনা হয়েছে। পুনর্মূল্যায়নে পুরোনো তালিকা থেকে ১৪ কোম্পানির শেয়ার বাদ পড়েছে, নতুন করে যুক্ত হয়েছে ৮৭টি। সর্বশেষ ছয় মাসের লেনদেনের ভিত্তিতে এ পরিবর্তন আনা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ফ্রি-ফ্লোট বা সচরাচর লেনদেনযোগ্য শেয়ারের ভিত্তিতে যে বাজার মূলধন হয়, তার ৯৬ দশমিক ৩২ শতাংশ ধারণ করছে নতুন করে সাজানো সূচকটি। সব শেয়ার বিবেচনায় সর্বমোট বাজার মূলধনে এই শেয়ারগুলোর অংশ আরও বেশি; ৯৮ দশমিক শূন্য ৬ শতাংশ।

নতুন সূচক গণনায় ব্যাংক খাতের তালিকাভুক্ত ৩৬ কোম্পানির সবগুলো অন্তর্ভুক্ত হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত যা ছিল ২০টি। তবে আর্থিক প্রতিষ্ঠান খাতের ৮টি এবং বস্ত্র খাতের ১০ শেয়ার সূচক গণনায় নেই।
সর্বশেষ বাজারদর অনুযায়ী, তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির সব শেয়ার বিবেচনায় বাজার মূলধন ছিল ৩ লাখ ৪৩ হাজার ৫২৩ কোটি টাকা। তবে ফ্রি-ফ্লোট বিবেচনায় বাজার মূলধন ছিল ১ লাখ ৬০ হাজার ৮০৪ কোটি টাকা। এর মধ্যে সূচকভুক্ত ৩২৬ কোম্পানির অংশ ছিল যথাক্রমে ৩ লাখ ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা এবং ১ লাখ ৫৪ হাজার ৮৭৯ কোটি টাকা।
অধিকাংশ শেয়ার অন্তর্ভুক্ত হওয়ার পরও গতকাল সূচকে বড় উত্থান-পতন না হওয়ার কারণ, যেসব কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধন সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ছাড়া বাকিগুলোর দরের ওঠানামা বহুদিন ধরে খুবই সীমিত হয়ে আছে।

গতকালের সূচকের ওঠানামা পর্যালোচনায় দেখা গেছে, কহিনূর কেমিক্যালের শেয়ারপ্রতি ৪২ টাকা ৮০ পয়সা দরবৃদ্ধি সূচকে যোগ করেছে ৩ পয়েন্ট। ইউনাইটেড পাওয়ারের ৭ টাকা ৬০ পয়সা দরবৃদ্ধি পৌনে ২ পয়েন্ট যোগ করে। বিপরীতে পাওয়ার গ্রিডের শেয়ারপ্রতি ৬ টাকা ৩০ পয়সা দরপতনে সূচকটি হারায় প্রায় সাড়ে ৪ পয়েন্ট।
বাজার সংক্ষেপ
গতকাল ১৭১ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৬০টির দর কমেছে, অপরিবর্তিত ছিল ৬৩টির দর। লেনদেন হয়েছে ৩৬৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের থেকে ৪ কোটি টাকা বেশি।    https://samakal.com

 

Dse Cse Bangladesh

You may also like