বাংলাদেশ শিপিং করপরেশন (বিএসসি) বাস্তবায়িত ৬টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধে প্রথম কিস্তির ৪৭৫ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। স্বাক্ষরিত সহায়ক ঋণ চুক্তি (এসএলএ) অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ চেক হস্তান্তর করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে চেক তুলে দেন তিনি।
বিএসসি’র জন্য জি-টু-জি ভিত্তিতে ‘৬টি নতুন জাহাজ ক্রয়’ প্রকল্পের জন্য সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও চায়না এক্সিম ব্যাংকের মধ্যে ২০১৬ সালের ১৪ অক্টোবর একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে ৩টি অয়েল ট্যাংকার এবং ৩টি বাল্ক ক্যারিয়ার।
ঋণের মূল পরিমাণ ১১৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৭০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪৫৭ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭৮৪ টাকা। ঋণ পরিশোধে চলতি বছরের ২৭ অক্টোবর অর্থ বিভাগ ও বিএসসির মধ্যে অপর একটি স্বাক্ষরিত সহায়ক ঋণ চুক্তি (এসএলএ) স্বাক্ষরিত হয়। সে অনুযায়ী ২ হাজার ৪২৫ কোটি টাকা সরকারের অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে বিএসসি থেকে আগামী ১৩ বছরের মধ্যে পরিশোধ করা হবে। স্বাক্ষরিত এসএলএ চুক্তি অনুযায়ী গ্রেস পিরিয়ডকালীন মোট সুদের ৪৭৫ কোটি ২৫ লাখ ১৩ হাজার ৩৪০ টাকার চেক প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক প্রমুখ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পটির মাধ্যমে সর্বশেষ জাহাজ সংগ্রহের ২৭ বছর পর গত ২০১৮-২০১৯ সালে বিএসসি’র বহরে বাণিজ্যিক জাহাজ ৬টি যুক্ত হয়েছে। এ প্রকল্পের আওতায় সংগৃহীত ৬টি জাহাজের মধ্যে ৫টি জাহাজ (এম. ভি. বাংলার জয়যাত্রা, এম. ভি. বাংলার অর্জন, এম. টি. বাংলার অগ্রযাত্রা, এম. টি. বাংলার অগ্রদূত এবং এম.টি বাংলার অগ্রগতি) বর্তমানে আন্তর্জাতিক সামুদ্রিক পরিমণ্ডলে পণ্য পরিবহন সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে এবং বাংলাদেশের পতাকা স্বগৌরবে বহন করে চলছে।
উল্লেখ্য, বিএসসি ৫৩ বছরের ইতিহাসে সর্বশেষ অর্থবছরে সর্বোচ্চ মুনাফা (২৫০ কোটি টাকা) অর্জন করে। এই অগ্রগতিতে নতুন সংযুক্ত ৫টি জাহাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া বিএসসি এরই মধ্যে বেশ কিছু নতুন জাহাজ কেনার পরিকল্পনা নিয়েছেঠ।
চীন থেকে জি-টু-জি ভিত্তিতে আরও ৪টি নতুন বড় জাহাজ (মাদার ভ্যাসেল) এবং আরও ৪টি মাঝারি আকারের (২টি নতুন ৪০ হাজার ডিডব্লিউটি সম্পন্ন অয়েল ট্যাংকার এবং ২টি নতুন ৪০ হাজার থেকে ৫০ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার)।
BSC