Home Featured বিএসইসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিবাদলিপি প্রত্যাহার

বিএসইসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিবাদলিপি প্রত্যাহার

by fstcap

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ দেওয়া চেয়ারম্যান ড. এম. মাসরুরকে নিয়ে দেয়া চিঠির প্রেক্ষিতে দেয়া প্রতিবাদলিপি প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যাহার করে নেওয়া প্রতিবাদলিপিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ে মাসরুর রিয়াজকে নিয়ে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে ওই ৬ জন সদস্যের কোন দ্বিমত নেই। যারা ধারণাগত ভুলের কারণে প্রতিবাদলিপি দিয়েছিলেন। তাই ভুল বুঝতে পেরে প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছে।

You may also like