কোনো বিনিয়োগ ছাড়াই চেয়ারম্যান হওয়া, পরিবারের সদস্যদের পরিচালক বানানো এবং ফ্লোর ক্রয়ের অনুমোদনের আগেই কোম্পানির তহবিল থেকে অর্থ নেওয়াসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইনস্যুরেন্সে নিরীক্ষক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
গতকাল রোববার নিরীক্ষা প্রতিষ্ঠান ফার্ম হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোং-কে নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠানটিকে। চিঠির তথ্যানুযায়ী, সোনালী লাইফের ১৭টি বিষয়ে তদন্তের নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নিরীক্ষা প্রতিষ্ঠানের কার্যপরিধির মধ্যে রয়েছে
১) ২০১৮ সালে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য পরিচালকেরা কোম্পানির শেয়ার কেনার সিদ্ধান্ত নেন। তবে প্রকৃতপক্ষে কয়জন পরিচালক কতটি শেয়ার ক্রয় করেন এবং এ জন্য কত টাকা পরিশোধ করা হয়েছে, তা যাচাই করা;
২) কোম্পানির মেয়াদি হিসাবের বিপরীতে সাউথ বাংলা ব্যাংকে একটি হিসাব খোলা ও ওই ঋণ হিসাব থেকে ৮ কোটি ৯৫ লাখ টাকা এবং একই ব্যাংকের একটি সঞ্চয়ী হিসাব থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা তুলে ৪ জন পরিচালকের শেয়ার কেনার মূল্য বাবদ মোট ১০ কোটি ৫০ লাখ টাকা পরিশোধের অভিযোগ যাচাই করা;
৩) ২০২২ সালে কোম্পানির পর্ষদে পারিবারিক কর্তৃত্ব বজায় রাখার লক্ষ্যে একই পরিবারের ৪ জন সদস্যের নামে বিপুলসংখ্যক শেয়ার বিনা মূল্যে হস্তান্তর করে পরিবারের সর্বাধিক সদস্যকে পরিচালক রাখার অভিযোগ যাচাই করা;
৪) ২০২৩ সালে কোম্পানির বর্তমান চেয়ারম্যানের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের (ড্রাগন সোয়েটার) প্রতি মাসের ঋণের কিস্তি বাবদ ৩ কোটি টাকা কোম্পানির হিসাব থেকে জনতা ব্যাংকে পরিশোধ করার বিষয় যাচাই করা;
৫) বর্তমান চেয়ারম্যানের মালিকানাধীন ভবন সোনালী লাইফ ইনস্যুরেন্সের জন্য কেনার নামে কোম্পানির এফডিআরের বিপরীতে সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ১৫২ কোটি টাকা ঋণ গ্রহণ এবং এ জন্য ৩ বছরে প্রায় ১৫ কোটি টাকার বেশি সুদ দেওয়ার বিষয় পরীক্ষা করা;
৬) বর্তমান চেয়ারম্যানের মালিকানাধীন ইম্পেরিয়াল ভবন কোম্পানি কর্তৃক ৩৫০ কোটি টাকায় কেনার জন্য করা সমঝোতা চুক্তি যাচাই;
৭) আইডিআরএর অনুমতি ছাড়াই অক্টোবর, ২০২১ থেকে নভেম্বর, ২০২৩ সময়ে ইম্পেরিয়াল ভবনের মূল্য বাবদ বর্তমান চেয়ারম্যানের ৫৩ কোটি ৪৭ লাখ টাকা গ্রহণের অভিযোগ পরীক্ষা;
৮) বর্তমান চেয়ারম্যানের মালিকানাধীন ইম্পেরিয়াল ভবনের জমির মালিকানা এবং ভবন নির্মাণে রাজউক ও অন্যান্য সংস্থার যথাযথ অনুমোদন যাচাই;
৯) কোম্পানি থেকে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে মোট ৬১ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা তুলে বর্তমান চেয়ারম্যানের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানোর অভিযোগ যাচাই করা;
১০) কোম্পানির পরিচালক কর্তৃক অবৈধভাবে মাসিক বেতন-ভাতা হিসেবে ২০২১ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর সময়ে ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকা এবং পরে একইভাবে আরও অর্থ নেওয়ার অভিযোগ যাচাই করা;
১১) আইডিআরএর সার্কুলার অমান্য করে কোম্পানির চেয়ারম্যানের জন্য ১ কোটি ৭০ লাখ টাকায় বিলাসবহুল অডি গাড়ি কেনা এবং ২০২১-২৩ মেয়াদে এর রক্ষণাবেক্ষণ বাবদ বিপুল ব্যয় পরীক্ষা করা;
১২) চেয়ারম্যান ও তাঁর পরিবারের সদস্য পরিচালক কর্তৃক কোম্পানির ঘোষিত লভ্যাংশের অতিরিক্ত লভ্যাংশ গ্রহণের বিষয় যাচাই;
১৩) কোম্পানির চেয়ারম্যানের বিদেশে চিকিৎসার যাবতীয় খরচ, নিজের ও পরিবারের সদস্যদের ভ্রমণ ও কেনাকাটার খরচ, বিদেশে পড়ালেখার খরচ অবৈধভাবে কোম্পানির তহবিল হতে নির্বাহের অভিযোগ যাচাই;
১৪) কোম্পানির একজন পরিচালকের (শেখ মোহাম্মদ ড্যানিয়েল) ব্যক্তিগত অফিস কোম্পানির ভেতরে থাকা, গ্রুপ বিমা পলিসি থেকে বড় অঙ্কের কমিশন গ্রহণ এবং ঋণখেলাপি হওয়ার কারণে ১২ সেপ্টেম্বর ২০২০ তারিখ থেকে পরিচালক না হয়েও বোর্ড সভায় অংশগ্রহণ, সম্মানী-বোনাসসহ বিভিন্ন সুবিধা গ্রহণ এবং ব্যাংক হিসাবের স্বাক্ষরকারী হিসেবে থাকার অভিযোগ যাচাই করা;
১৫) কোম্পানির বর্তমান চেয়ারম্যান ২০১৪ সাল থেকে ব্যক্তিগত ঋণ সমন্বয়, বিজিএমইকে অনুদান, এসি কেনা, বিনোদন (পারিবারিক অনুষ্ঠান, বিয়ের উপহার), দুপুরের খাবার ও সন্ধ্যার নাশতার বিল, কোরবানির গরু ক্রয়সহ (২০২২ সালে) ব্যক্তিগত খরচ, ২০২২ ও ২০২৩ সালে নিজের ও পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণ ব্যয় (১ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা), আইপিও খরচের নামে অতিরিক্ত টাকা (১ কোটি) এবং পলিসি নবায়ন উপহার বাবদ নিজ প্রতিষ্ঠানের জন্য ১ কোটি ২৩ লাখ ৪৪ হাজার টাকা ইত্যাদি অর্থ কোম্পানি থেকে আত্মসাৎ করার অভিযোগ যাচাই করা;
১৬) বর্তমান চেয়ারম্যানের ১৫ তলা ভবনে বিভিন্ন অফিস/প্রতিষ্ঠান ভাড়া থাকা সত্ত্বেও সব ইউটিলিটি বিল কোম্পানি থেকে পরিশোধ এবং ২০২১ সাল থেকে ইম্পেরিয়াল ভবন কোম্পানি কর্তৃক পুরোপুরি ব্যবহার না করা সত্ত্বেও চেয়ারম্যান অবৈধ প্রভাবের মাধ্যমে পুরো ১৫ তলা ভবনের ভাড়া সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পরিশোধের অভিযোগ যাচাই করা;
১৭) কোম্পানির বর্তমান চেয়ারম্যানের নিজস্ব প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটার ও স্পিনিং লিমিটেডের ২০২১ সালের কর বাবদ ১৩ লাখ ৭৫ হাজার টাকা সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি থেকে পরিশোধের বিষয় যাচাই করা।
Source: prothomalo
Sonalilife